Home » হারানো মোবাইলের রহস্য ফাঁস

হারানো মোবাইলের রহস্য ফাঁস

সময় কলকাতা ডেস্ক : কীভাবে মোবাইল হারাচ্ছে তার দিশা মিলেছে অনেকটাই। তার চেয়েও জরুরি , হারানো মোবাইলের সুলুক-সন্ধান করে ২৮০ টি মোবাইল উদ্ধারের পরে যাদের মোবাইল হারিয়েছিল তাঁদের হাতে তুলে দেওয়া ।বিরাট সংখ্যক মোবাইল উদ্ধার করে হারানো মোবাইলের রহস্য উন্মোচনে সাফল্যের নতুন ইতিহাস গড়ল বারাসাত জেলা পুলিশ।

বারাসাত জেলা পুলিশের আওতায় থাকা ৯ টি থানাতেই মোবাইল চুরি বা মোবাইল পকেটমারি অথবা সন্দেহ জনক ভাবে মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ জমা পড়ছিল বেশ কিছুদিন ধরেই। ঘটনাস্থল, অপরাধীদের কার্যপ্রণালী এবং অপরাধের ধরণ মাথায় রেখে পুলিশ তদন্তে নামে।পুলিশ নড়েচড়ে বসলেও মোবাইল চুরি বা হারানোর সংখ্যাটা ইদানীং অতিরিক্ত বেড়ে চলেছিল ।অতঃপর অভিযানে বিশেষ তৎপর হয়ে ওঠে তদন্তকারী দল । চলতে থাকে মোবাইল উদ্ধার করার কাজ। অবশেষে ২৮০ টি মোবাইল উদ্ধার করে নজিরবিহীন নিদর্শন রাখল বারাসাত জেলা পুলিশ।

ক”দিন আগেই উত্তর চব্বিশ পরগনা জেলায় নৈহাটী জি আর পি ৩৬ টি মোবাইল উদ্ধার করে। মাস কয়েক আগে বীজপুর থানার পুলিশ ৩৫ টি হারানো মোবাইল উদ্ধার করে। নিশ্চিত ভাবেই,দ্বিশতাধিক হারানো মোবাইল উদ্ধারের ঘটনা বিরল।

উল্লেখ্য,২০২০ সালের সেপ্টেম্বর মাসে বারাসাত জেলা পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রূপের(এস ও জি)র তরফ থেকে অভিযান চালিয়ে বারাসাত পুলিশ জেলার বারাসাত, মধ্যমগ্রাম, দত্ত পুকুর সহ বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার করে ১৫৪ টি মোবাইল। এবার বারাসাত জেলা পুলিশের তরফে সেই নজির ভেঙে উদ্ধার হল ২৮০ টি মোবাইল। গত দুবছরে মোবাইল চুরির সংখ্যা বেড়েছে কিনা সেই প্রশ্নের উর্দ্ধে স্থান পাচ্ছে বারাসাত জেলা পুলিশের সাফল্য।জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জী জানিয়েছেন, জেনারেল ডায়েরির ভিত্তিতে দীর্ঘমেয়াদী অভিযান চালিয়ে এসেছে সাফল্য।

বারাসাত জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জী ও অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুরের উপস্থিতিতে বারাসাত জেলা পুলিশের তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় -বারাসাত জেলা পুলিশের অন্তর্গত ৯ টি থানা এলাকায় চালানো হয়েছে চিরুনিতল্লাশি। উদ্ধার হওয়া ২৮০টি মোবাইলের মধ্যে ১৫ টি মোবাইলের মালিককে চিহ্নিত করে তাঁদের মঙ্গলবার ডাকা হয় বারাসাত এস পি অফিসে। এসেছিলেন ১২ জন, প্রাপকরা  হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে যুগপৎ বিস্মিত ও খুশি। প্রাপকরা জানিয়েছেন, তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার হতেই আইনরক্ষকদের ওপরে ভরসা আরও বেড়েছে ।।

About Post Author