সময় কলকাতা ডেস্ক : রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস।তার আগে আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হল হাওড়া স্টেশন চত্বর। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মঙ্গলবার হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম ও রেললাইনের নিরাপত্তা খতিয়ে দেখলেন হাওড়া জিআরপি, আরপিএফ, গোলাবাড়ি থানা ও সিআইডি বম্ব স্কোয়াডের আধিকারিকরা। এদিন দুপুরে জিআরপির নিজস্ব ডগ স্কোয়াডের প্রশিক্ষণ প্রাপ্ত স্নিফার কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে সবকিছু পরীক্ষা করেন। পাশাপাশি, অধিকাংশ দূরপাল্লার ও লোকাল ট্রেন খুঁটিয়ে পরীক্ষা করে দেখা হয়। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে জিআরপির পক্ষে।
জিআরপি সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে হাওড়া জিআরপি ডিস্ট্রিকের অধীনে সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখা হচ্ছে। এটা প্রতি বছরই করা হয়ে থাকে। স্টেশনের পাশাপাশি হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা ও ফেরিঘাটেও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে। কোথাও কোনো খামতি থাকলে সত্বর ব্যবস্থা নেওয়া হবে। এই কাজে একাধিক স্নিপার ডগ রাখা হয়েছে। জিআরপি ছাড়াও আরপিএফ ও স্থানীয় গোলাবাড়ি থানার আধিকারিকদের নিয়ে একটা যৌথবাহিনী তৈরি করে এই চেকিং চলছে। এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু না পাওয়া গেলেও স্টেশনের ভিত ও বাইরের এলাকায় বিশেষ নজরদারি রাখা হয়েছে। এই বছর লোকাল ট্রেন পরিষেবা চালু থাকার কারণে গত বছরের তুলনায় যাত্রী সংখ্যা যথেষ্ট বেশি। সেকারনেই যথেষ্ট কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
More Stories
উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রয়াত দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস
ফুলচাষে ফুলেফেঁপে উঠছেন পূর্বস্থলীর পুষ্প-ব্যবসায়ীরা