সময় কলকাতা ডেস্ক : প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এসেও রাজনীতির বুলি অর্জুনের।বুধবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভাটপাড়া এলাকায় বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করেন ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং । ভাটপাড়া ৭ নম্বর ওয়ার্ডের ইনচেক টায়ার কারখানা মোড় এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করে সাংবাদিকদের মুখোমুখি হন সাংসদ অর্জুন সিং । সংবাদ মাধ্যমের সামনে অর্জুন সিং বলেন, ” এরাজ্যে গণতন্ত্র বা প্রজাতন্ত্রের ও আইনের শাসন বলে কিছু নেই”।তাই পশ্চিমবঙ্গকে গণতান্ত্রিক রাজ্যে পরিনত করতে আমরা তৎপর । ” অর্জুন সিং -এর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল নেতৃত্ত্ব।
টিটাগড়ে তৃণমূলের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলনের পর পাল্টা প্রতিক্রিয়ায় নৈহাটির বিধায়ক তথা সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক । তিনি বলেন, “বাংলায় বর্তমানে সমাজ বিরোধীদের আইন চলছে না । স্বাভাবিকভাবে এখানে অর্জুন সিং এর আইন চলছে না।প্রশাসন ও সাধারণ মানুষের আইন চলছে বলে পালটা সাফাই দেন। বলাই বাহুল্য প্রজাতন্ত্র দিবস গুরুত্ব কে পিছনে ফেলে রাজনৈতিক তর্জায় মেতেছে দুই শিবির ।
More Stories
উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রয়াত দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজভবনে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর