সময় কলকাতা ডেস্ক : বয়স মাত্র ২২ বছর। কিন্তু স্বপ্ন তার ২৮ টি রাজ্য বাইসাইকেল করে ঘোরার। সেই লক্ষ্যে নিয়ে থেকে ১৩ জুন ২০২০ সালে মহারাষ্ট্রের নাগপুরের হাতে থেকে নিজের যাত্রা শুরু করে বিশাল টেকেড। নিজের সাইকেলের সঙ্গে মাত্র ১০ হাজার টাকা, হেলমেট ও একটি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েন বিশাল। অদম্য ইচ্ছাশক্তির উপর ভরকরে সাইকেলে দেশ ভ্রমনের জন্য বেরিয়ে পড়েন বিশাল। কিন্তু পথটা খুব একটা সহজ ছিলনা।হাতে যে ১০ হাজার টাকা ছিল সেটাও পথে একটি সংস্থার হাতে স্বেচ্ছায় দান করে বিশাল।ইতিমধ্যেই ৫৯৩ দিন পার করে ফেলছে নাগপুরের ওই যুবক। মহারাষ্ট্র, গোয়া,কর্ণাটক ,কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ,তেলেঙ্গানা,ছত্রিশগড়, ওড়িশা ঘুরে মঙ্গলবার দশম রাজ্য পশ্চিমবঙ্গে প্রবেশ করে বিশাল।আগেই অনলাইনে রেল শহর খড়গপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে নাগপুরের ওই যুবক। ওই সংস্থাই রাতে তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়।
বিশালবাবু জানান, একটি সমাজে অবহেলিত,দরিদ্র মানুষের জীবনের বাস্তব অবস্থার কথা জানার জন্যই তার দেশ ভ্রমনের উদ্যোগ।ভ্রমনের সময় সমাজের অবহেলিত মানুষের কাহিনী শুনে তিনি অভিঙ্গতা সঞ্চয় করতে চান।ইতিমধ্যেই তিনি ৩ টি সাইকেল বদল করেছেন।বিভিন্ন সংস্থা তার সাইকেলগুলির ব্যবস্থা করে দিয়েছে। পাশাপাশি খাওয়া দাওয়া ও রাত্রিবাসেরও ব্যবস্থা করে দিয়েছে। রাস্তায় মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা পেয়ে আনন্দিত বিশাল। বুধবার সকালেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এখানেই শেষ নয়, যত সময়ই লাগুক না কেন সবকটি রাজ্য ঘুরেই বাড়ি ফেরার কথা ভাববেন বলে জানিযেছেন বিশালবাবু
More Stories
পূর্বস্থলীর কৃষক আত্মহত্যার ঘটনা কিসের অশনি সংকেত?
ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় খারিজ মহুয়া মৈত্রর সাংসদ পদ
প্রকাশ্যে মাংস কাটা : দৃশ্যদূষণ ও শিশুমনে প্রভাব উত্তরবঙ্গের জেলায়