অমলেন্দু মন্ডল, বীরভূম, সময় কলকাতা :
রামপুরহাট পুরসভা ও তৃণমূল দলীয় কার্যালয়ে প্রজাতন্ত্র পতাকা উত্তোলন করলেন ডেপুটি স্পিকার।এদিন সকাল থেকেই রামপুরহাট পুরসভা, রামপুরহাট তৃণমূল দলীয় কার্যালয়, টাউন হল, গান্ধীপার্ক সহ বেশকিছু জায়গায় পতাকা উত্তোলন করেন, রামপুরহাটের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিষ বন্দোপাধ্যায়।উপস্থিত ছিলেন রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসে সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ও আব্দুর রেকিব সহ মহিলা তৃণমূল শহর কমিটি ও তৃনমূল নেতা কর্মীরা।
রামপুরহাট পুরসভার পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন আব্বাস হোসেন, সুব্রত মাহারা সহ পুর সভার কর্মচারীরা। গান্ধী উদ্যানে উপস্থিত ছিলেন, প্রাক্তন পুরপিতা রামপুরহাট পুরসভা অশ্বিনী তেওয়ারী সহ তৃণমূলের নেতা কর্মীরা। এদিন নিয়ম মেনেই তথ্য দপ্তর ও রামপুরহাট মহকুমা শাসক দপ্তরে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। কোভিডের কারণে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান এবছর হয় নি। কোভিড বিধি মেনেই, কুচকাওয়াজ ও সরকারী ভাবে একটি আদিবাসী নৃত্য পরিবেশিত হয়। মহকুমা শাসক সাদ্দাম নাভেদ ও মহকুমা পুলিশ আধিকারিক সায়ন আহামেদ অভিবাদন গ্রহণ করেন।
More Stories
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
মহানন্দার তীরে পরিত্যক্ত সদ্যোজাতের দেহ, খুবলে খেল কুকুর
Tiljala: “এ ঘটনা বিরল থেকে বিরলতম”, তিলজলায় শিশু ধর্ষণ-খুন মামলায় দোষীকে ফাঁসির সাজা শোনাল আলিপুর আদালত