সময় কলকাতা ডেস্কঃ বাবা হলেন ক্রিকেটার যুবরাজ সিংহ। সুখবরটি শেয়ার করেন যুবরাজ সিংহ এবং হেজেল কিচ। জানা গেছে, ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী হেজেল কিচ।
নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে সুখবরটি শেয়ার করে যুবরাজ সিংহ এবং হেজেল কিচ লেখেন, ‘আমাদের একটি ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। এই অসাধারণ অনুভূতির জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ছোট্ট সন্তানকে এই পৃথিবীতে স্বাগত। বাবা-মা হিসেবে একটু গোপনীয়তা আশা করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা।’
২০১৫ তে বাগদান পর্ব মিটিয়ে ২০১৬ সালে গাঁটছড়া বাঁধেন যুবরাজ সিং এবং হেজেল কিচ। তাদের পরিবারে নতুন সদস্য আসার খবর শেয়ার করতেই তাদের অনুরাগীরা শুভেচ্ছা অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন এই তারকা দম্পতিকে।
More Stories
INDIA-ENGLAND T-20: হার দিয়ে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলেন হরমনপ্রীতরা
Premier League 2023-24: প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে হার ম্যাঞ্চেস্টার সিটির, জয় লিভারপুলের
Premier League 2023-24: রুদ্ধশ্বাস ম্যাচে জয় আর্সেনালের, সংযুক্তি সময়ে গোল করে নায়ক রাইস