Home » বাবা হলেন যুবরাজ

বাবা হলেন যুবরাজ

সময় কলকাতা ডেস্কঃ বাবা হলেন ক্রিকেটার যুবরাজ সিংহ। সুখবরটি শেয়ার করেন যুবরাজ সিংহ এবং হেজেল কিচ। জানা গেছে, ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী হেজেল কিচ।

নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে সুখবরটি শেয়ার করে যুবরাজ সিংহ এবং হেজেল কিচ লেখেন, ‘আমাদের একটি ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। এই অসাধারণ অনুভূতির জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ছোট্ট সন্তানকে এই পৃথিবীতে স্বাগত। বাবা-মা হিসেবে একটু গোপনীয়তা আশা করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা।’

২০১৫ তে বাগদান পর্ব মিটিয়ে ২০১৬ সালে গাঁটছড়া বাঁধেন যুবরাজ সিং এবং হেজেল কিচ। তাদের পরিবারে নতুন সদস্য আসার খবর শেয়ার করতেই তাদের অনুরাগীরা শুভেচ্ছা অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন এই তারকা দম্পতিকে।

About Post Author