সময় কলকাতা ডেস্ক : ভারত শাসনের জন্য ১৯৩৫ সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে ভারতে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি । এটি ভারতের একটি জাতীয় দিবস । ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় গণপরিষদে সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় । এই দিনটি ভারতের তিনটি জাতীয় দিবসের অন্যতম । দেশের সর্বত্র পূর্ণ মর্যাদার সাথে পালিত হচ্ছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস । দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। আজ পেট্রাপোল সীমান্তে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে করা হয় প্যারেড।
পাশাপাশি, ২৬ সে জানুয়ারির সকালে ব্যারাকপুরের প্রশাসনিক ভবনে সাড়ম্বরে পালিত হল প্রজাতন্ত্র দিবস ।পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক অভ্র অধিকারী।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি ২ ব্যারাকপুর পুলিশ কমিশনারের এম রহমান । কুচকাওয়াজ এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বীর যোদ্ধাদের সন্মান জানানো হয়।
আজ আসানসোল পোলো গ্রাউন্ডে উদযাপিত হল ৭৩ তম প্রজাতন্ত্র দিবস।এই দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এস অরুন প্রসাদ । এদিন এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অংশুমান সাহা । পতাকা উত্তোলনের পর পুলিশ,মহিলা আরখ্যা বাহিনী ও সিভিক ভলেন্টিয়াররা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। তারপর রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয়। অনুষ্ঠান দেখতে পোলো মাঠে উপস্থিত ছিলেন সাধারণ মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্তের মতন দুর্গাপুর মহকুমা প্রশাসনের তরফ থেকে দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানেও গান স্যালুট ও রাজ্য সরকারের বেশকিছু প্রকল্পের ট্যাবলো সাজিয়ে বর্ণাঢ্য যাত্রার মাধ্যমে দেশের বীর যোদ্ধা দের সন্মান জানানো হয় । উপস্থিত ছিলেন, দুর্গাপুর মহকুমা শাসক শেখর কুমার চৌধুরী ও আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় ।
More Stories
রেশন দুর্নীতি মামলায় এবার জ্যোতিপ্রিয় মল্লিকের হিসাবরক্ষককে তলব ইডির
জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় হাইকোর্টের দ্বারস্থ ১০ বিজেপি বিধায়ক
কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার সিআইডির জালে আরও এক ‘মিডলম্যান’