Home » মেয়ের বান্ধবীকে অশ্লীল ছবি পাঠানোর অভিযোগ আর এস পি নেতার বিরুদ্ধে

মেয়ের বান্ধবীকে অশ্লীল ছবি পাঠানোর অভিযোগ আর এস পি নেতার বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্ক : এক নাবালিকাকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ উঠল ময়নাগুড়ির আরএসপি নেতার বিরুদ্ধে । এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে নাবালিকার পরিবারের লোককে মারধোর করার অভিযোগও ওঠে ওই আরএসপি নেতার বিরুদ্ধে ।

জানা গেছে ওই আরএসপি নেতার নাম সুব্রত গুপ্ত । পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে সুব্রত গুপ্তকে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে  ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস।

পরিবার সুত্রে খবর, সুব্রত গুপ্তর মেয়ের সাথে উত্তর মাধবডাঙ্গা এলাকার ওই নাবালিকা পড়াশোনা করত । উত্তর মাধবডাঙ্গার বাসিন্দা সেই মেয়েটিকে অশ্লীল মেসেজ পাঠাতো সুব্রত গুপ্ত । এ কথা জানাজানি হতেই সেই নাবালিকার মা আত্মহত্যা করতে যান। এদিন সকালে ওই নাবালিকার দাদা সুব্রত গুপ্তকে ফোন করে জানতে চান কেন এমন করছেন তিনি ? অভিযোগ, এরপর অভিযুক্ত সুব্রত গুপ্ত ও তার শ্যালক বিশ্বজিৎ ভৌমিক অভিযোগকারির উপর চরাও হয়ে তাকে রড দিয়ে মারধর করে । এরপর আক্রান্ত ব্যক্তিকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এর পরই তারা ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে । বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ ময়নাগুড়ি থানা থেকে অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

About Post Author