সময় কলকাতা ডেস্ক : ভূয়ো ডাক্তার, ভূয়ো পুলিশ অফিসার থেকে ভুয়ো আধিকারিকের পর এবার ভূয়ো সাংবাদিকের দেখা মিলল ধূপগুড়ি রেল স্টেশনে । জানা গেছে, এদিন ধূপগুড়ি রেল স্টেশনে একজন যাত্রী মদ্যপ অবস্থায় রীতিমতো তর্ক জুড়ে দেন কর্তব্যরত রেলকর্মীদের সঙ্গে । ঘটনায় বেশ কয়েকজন রেলকর্মী জড়ো হয়ে যান । পরিস্থিতি বেগতিক দেখে সেই যাত্রী ভিডিও করতে শুরু করে এবং নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেয় । কিন্তু তার কথায় অসঙ্গতি পাওয়ায় রেল কর্মীরা সেই যাত্রীকে আটকে রেখে ধূপগুড়ি প্রেস ক্লাবের সঙ্গে যোগাযোগ করেন, ওই যুবকের আসল পরিচয় জানার জন্য ।
এদিকে আটক যুবকের কাছে সাংবাদিকতার কোন পরিচয় পত্র বা প্রমান ছিল না । তথাপি সে রেল কর্মীদের হুমকি দেয় বলেও অভিযোগ ওঠে । রেলকর্মী দের ডাকে ঘটনাস্থলে পৌছান ধূপগুড়ি প্রেস ক্লাবের সদস্যরা । সেখানে পুলিশের সামনেই জিজ্ঞাসা বাদ করা হয় অভিযুক্ত যুবককে।অভিযুক্তের কাছে সাংবাদিকের পরিচয় পত্র দেখতে চাওয়া হলে সে দেখাতে পারেনি । পরে জানা যায় সেই যুবক একজন ইউটিউবার । অভিযুক্তের নাম অভিনাশ রঞ্জন তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা ।
একজন ইউটিউবার কখনো সাংবাদিকের পরিচয় ব্যবহার করতে পারে না । সেটা বেআইনি বলে দাবি তথ্য সাংস্কৃতি দফতর সহ প্রেস ক্লাবের । এর আগেও এই রকম ভুয়ো সঘোষিত সাংবাদিকদের বিরুদ্ধে সরব হয়েছে ধূপগুড়ি প্রেসক্লাব । প্রশাসনের কাছে তাদের দাবি এই সকল ভুয়ো সাংবাদিকদের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহন করুক প্রশাসন।
More Stories
উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রয়াত দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস
ফের ট্রেন দুর্ঘটনা! লরির সঙ্গে সংঘর্ষ উত্তরবঙ্গগামী রাধিকাপুর এক্সপ্রেসের