Home » পুরভোটে প্রার্থী খুঁজতে বারাসতে বিজেপির ড্রপবক্স

পুরভোটে প্রার্থী খুঁজতে বারাসতে বিজেপির ড্রপবক্স

সময় কলকাতা ডেস্ক:   কলকাতা কর্পোরেশনের ভোট মেটার পরেই রাজ্যের বাকি পুরসভাগুলির নির্বাচনের প্রস্তুতি শুরু  করেছে রাজ্য সরকার। সরকারি তোড়জোড় শুরু হতেই নিজেদের সংগঠন গুছিয়ে ফেলার কাজ শুরু করেছে রাজনৈতিক দলগুলিও।নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য রাজনৈতিকদলগুলির বহু নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণির মানুষও আগ্রহ প্রকাশ করেন। কিন্তু কিভাবে মিলবে প্রার্থী হওযার টিকিট তা বুঝে উঠতে পারেন না অনেকেই।তাই পুরসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণার আগে প্রার্থী বাছাইয়ের জন্য অভিনব উদ্যোগ নিল বিজেপির বারাসত সাংগঠনিক জেলা নেতৃত্ব।বুধবার থেকে জেলা বিজেপি কার্যালয়ে বসানো হয়েছে ড্রপবক্স।পুরসভা নির্বাচনের ইচ্ছুক প্রার্থীরা এই বক্সে তাঁদের বায়োডাটাসহ আবেদনপত্র জমা দিতে পারবেন।

বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র জানিয়েছেন, কর্মকর্তা থেকে শুরু করে সমস্ত ধরনের সুবিধার জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি।প্রার্থী বাছাইয়ের জন্য পার্টি অফিসে ড্রপবক্স বসানোর সিদ্ধান্তকে কটাক্ষ করেছে তৃণমূল। বারাসতের পুরপ্রশাসক সুনীল মুখোপাধ্যায় বলেন, রাজ্যে বিজেপি প্রাসঙ্গিকতা হারিয়েছে। তাই প্রার্থী খুঁজে না পাওয়ায় পার্টি অফিসে ড্রপবক্স বসাতে হচ্ছে।

 

About Post Author