সময় কলকাতা ডেস্কঃ হাওড়া ৪৬ নং ওয়ার্ড উনসানি ষষ্ঠীতলা তে গভীর রাতে আনুমানিক দুটোর সময় একদল দুষ্কৃতী এসে । অভিযোগের তীর শাসক দলের নেতার দিকে। গভীর রাত দুটোর সময় একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে এবং জেসিবি নিয়ে ঘর ভাঙতে এলে বাড়ি থেকে বেরিয়ে আসেন সকলে এবং বাধা দান দেন।বাধা দিতে গেলে চলে তাদের ওপর অত্যাচার এমনটাই অভিযোগ করলেন বাসিন্দারা। একজনকে বন্দুকের বাট দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয় এবং যারা যারা বাধা দিতে আসেন তাদেরকে অত্যাচার করে। তাদের বক্তব্য ওই দুস্কৃতিরা দু রাউন্ড শূন্যে গুলিও ছোঁড়ে। আতঙ্কিত হয়ে পড়েন ভাড়াটিয়ারা। তারা সন্তানদের প্রাণ বাঁচাতে গিয়ে যে যার মতন লুকিয়ে পড়েন। অভিযোগ তার বক্তব্য অনুযায়ী ৪৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব নেতা তৈমুর রহমান দর্জির ভাই শেখ সফিকুল্লা দর্জি দাঁড়িয়ে থেকে এই কাজ করান।
বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর সকল গ্রামবাসী একযোগে বেরিয়ে পড়ে এবং জেসিবি গাড়িটিকে আটকে রাখে। পরে জগাছা থানার ড্রাইভার গাড়িটিকে থানায় নিয়ে যায়। ৪ থেকে ৫ জনকে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এখন পর্যন্ত এলাকায় থমথমে পরিবেশ। দীর্ঘদিন ধরে বাড়ির প্রধান মালিক মারা যাবার পর তার পাঁচ ছেলে ভাড়াটিয়া তোলার জন্য উচ্ছেদ মামলা করে। সেই মামলায় ভাড়াটিয়ারা জিতে যায় তারপর থেকে এলাকার তৃণমূল যুব নেতা তৈমুর রহমান দর্জি ভাই শেখ শফিকুল্লাহ দর্জি ভাড়াটিয়াদের উঠে যেতে বলে, এবং তিনি কিনে নিয়েছেন বলে দাবি করেন। কয়েকবার তাদের ওপর অত্যাচারও করে। প্রশাসনিক স্তরে বিভিন্ন জায়গায় তারা অভিযোগ জানান ফল কিছুই হয়নি। গভীর রাতে শেষ পর্যন্ত পেশী শক্তির জোরে তাদের শেষ আশ্রয় টুকুও গুঁড়িয়ে দেওয়া হয়।
More Stories
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
মহানন্দার তীরে পরিত্যক্ত সদ্যোজাতের দেহ, খুবলে খেল কুকুর
Mamata Banarjee: বীরভূমে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, হল না মমতা-অনুব্রত সাক্ষাৎ