Home » চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন

চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন

সময় কলকাতা ডেস্কঃ  চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন । জানা গেছে, মালদা শহরের অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ছোট চার চাকার গাড়িতে হঠাৎ আগুন লাগে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় গোটা গাড়িটি । ঘটনাটি ঘটে রবিবার সকালে ইংরেজবাজার শহরের রথবাড়ি পেট্রোল পাম্পের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিশ । এর পর খবর দেওয়া হয় দমকলকে । দমকলের একটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে ।

পুলিশ ও দমকল সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ রথবাড়ি পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি ছোট চার চাকার গাড়িতে হঠাৎ আগুন লাগে । গাড়িতে থাকা ড্রাইভার ও মালিক কোনক্রমে আগুনের হাত থেকে রক্ষা পায় । তবে অনুমান করা হচ্ছে, গাড়ির ব্যাটারির শর্টসার্কিট থেকে এই বিধ্বংসী আগুন লেগেছে । যার ফলে গাড়িটির সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায় । ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

About Post Author