Home » দুই কনস্টেবলের তৎপরতায় পুনর্জন্ম পেলেন প্রৌঢ়

দুই কনস্টেবলের তৎপরতায় পুনর্জন্ম পেলেন প্রৌঢ়

সময় কলকাতা ডেস্ক: গভীর রাতে ট্রেনে উঠতে গিয়েকা পা পিছলে প্রায় ট্রেনের তলায় ঢুকে যাচ্ছিলেন এক প্রৌঢ়।  প্রাণের ঝুঁকি নিয়ে আত্মরাম বর্দে নামে ওই প্রৌঢ়কে টেনে তুলে পুনর্জন্ম দিলেন আরপিএফের দুই মহিলা কনস্টেবল।শনিবার গভীর রাতে মেদিনীপুর স্টেশনে প্রসংশনীয় এই কাজ করেন দক্ষিণ পূর্ব রেলের উদ্যোগে গঠিত মহিলা বাহিনী “মাই সহেলি”র দুই লেডি কনস্টেবল।সাহসী ওই দুই কনস্টেবল হলেন, সুপ্রিয়া গড়াই ও শোভা সিং।

আরপিএফ সূত্রে জানা গেছে, শনিবার রাত্ ২টা ৪৪ মিনিট নাগাদ হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন তখন চলন্ত অবস্থায় ছিল। ওই সময় ট্রেনে উঠতে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে যান এক ব্যক্তি! নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেন এবং প্ল্যাটফর্মের ফাঁকা অংশে পড়ে যান। ওই সময় মেদিনীপুর স্টেশনে প্লাটফর্মে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীরা ঘটনাটি দেখতে পেয়ে, তৎক্ষণাৎ ছুটে গিয়ে ওই ব্যক্তিকে প্ল্যাটফর্মের ওই বিপজ্জনক অংশ থেকে টেনে বের করে নিয়ে আসেন। ফলে অল্পের জন্য ট্রেনে কাটা পড়া থেকে রক্ষা পান ৫৫ বছর বয়সী আত্মারামবাবু।

আত্মারামবাবু জানান, ” পুরুলিয়া যাওয়ার জন্য হাওড়া -চক্রধরপুর এক্সপ্রেস মেদিনীপুর স্টেশন ছাড়ারমুখে উঠতে যাই। ওই সময় পা পিছলে পড়ে যাই।দুই মহিলা কনস্টেবল এসে আমাকে লাইনে পড়ে মৃত্যুর হাত থেকে বাঁচায়”। উনাদের অবদান কোনও দিন ভুলতে পারব না।

 

About Post Author