সময় কলকাতা ডেস্কঃ রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ কয়েকদিন ধরেই নিম্নগামী।তাই মঙ্গলবার থেকেই কলকাতায় আগের মতো টোকেন ব্যবস্থায় ফিরতে চলেছে মেট্রো রেলের যাতায়াত।প্রসঙ্গত, রাজ্যে একধাক্কায় করোনার সংক্রমণ বাড়ায় করোনা টোকেন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ । টোকেন থেকে সংক্রমণ রুখতে প্রায় ২০ মাস বন্ধ ছিল টোকেন ব্যবস্থা ।এই সময় শুধুমাত্র স্মার্ট কার্ড ব্যবহার করেই যাত্রীদের যাতায়াত করতে হত । মাঝে কিছুদিনের জন্য করোনার দাপট কমায় টোকেন ব্যবস্থা চালু করা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি ।
রবিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী রাজ্যে সংক্রমনের হার অনেকটাই কম । তাই যাত্রীদের সুবিধার্থে মঙ্গলবার থেকে স্মার্ট কার্ডের পাশাপাশি টোকেনও চালু করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ ।টোকেনগুলিকে জীবাণুমুক্ত রাখতে এবারও টোকেনগুলি মেশিনের সাহায্যে জীবানুমুক্ত করা হবে । ইলেক্ট্রনিক আলট্রা ভায়োলেট লাইটের সাহায্যে স্যানিটাইজেশন করা হবে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ ।
যাত্রীদের ব্যবহার করা টোকেনগুলি স্যানিটাইজ করতে মাত্র চার মিনিট সময় লাগবে । যে স্টেশনগুলিতে বেশি ভিড় হয়, সেখানে দু’টো টোকেন স্যানিটাইজ মেশিন থাকছে । কম ভিড়ের স্টেশনগুলিতে একটি করে মেশিন রাখা হবে বলেই জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ ।
More Stories
প্রয়াত দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস
ফুলচাষে ফুলেফেঁপে উঠছেন পূর্বস্থলীর পুষ্প-ব্যবসায়ীরা
ফের ট্রেন দুর্ঘটনা! লরির সঙ্গে সংঘর্ষ উত্তরবঙ্গগামী রাধিকাপুর এক্সপ্রেসের