সময় কলকাতা ডেস্কঃ সরকারি ব্যাঙ্কের খামখেয়ালীপনায় সমস্যায় হাওড়ার উলুবেড়িয়ার এক দরিদ্র পরিবার। অভিযোগ, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফ পরিবারকে হাজার-হাজার টাকার ক্রেডিট বিল পাঠানো হয় ।ভুক্তভুগী বিমলাবালা মাঝি জোয়ারগোড়ির নয়াচক গ্রামের বাসিন্দা।পরিবার সূত্রে খবর, বিমলাদেবীর বয়স ৮০ বছর। তিনি গত ১০বছর ধরে শয্যাশায়ী।একজন শয্যাশায়ী বৃদ্ধার অব্যবহৃত কার্ডে কিভাবে ।পরিবারের অভিযোগ, এই ঘটনার জেরে, ব্যাঙ্কে রাখা ফিক্সড ডিপোজিট ও সুদের টাকা ওই ব্যক্তিকে তুলতে দিচ্ছেনা ব্যাঙ্ক কর্তৃপক্ষ।এমনকি ব্যাঙ্কের তরফে ওই বৃদ্ধার নামে আইনি নোটিশও পাঠানো হয়েছে। যার জেরে অসুস্থ হয়ে পড়েছেন বৃদ্ধা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিগত বেশ কয়েক বছর ধরে বিমলদেবী অসুস্থ থাকায়, তাঁর ব্যাঙ্কের যাবতীয় কাজ করেন তাঁর ছেলে ও বৌমা। বৌমা নীলিমা মাঝির অভিযোগ, প্রায় ৩ বছর আগে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক শ্বশুড়িকে ফোন করে ডেকে পাঠায়।এরপর ব্যাঙ্কের তরফ থেকে তাকে ক্রেডিট কার্ড আবেদন পত্রে স্বাক্ষর করানো হয়। তিনি আরো জানান, সই করানোর সময় ব্যাঙ্কের তরফে বলা হয়েছিল ক্রেডিট কার্ড দিয়ে টাকা খরচ না করলে কোন পয়সা দিতে হবে না। তাহলে সেই কার্ড ব্যবহার না করেই কিভাবে তাদের ওপর চাপল এই বিপুল অঙ্কের বোঝা? সেই প্রশ্নই করছেন প্রৌঢ়ার পরিবার।যদিও বিষয়টি নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
More Stories
পূর্বস্থলীর কৃষক আত্মহত্যার ঘটনা কিসের অশনি সংকেত?
প্রকাশ্যে মাংস কাটা : দৃশ্যদূষণ ও শিশুমনে প্রভাব উত্তরবঙ্গের জেলায়
দুদিনের বৃষ্টি সর্বনাশ ডেকে আনল পূর্ব বর্ধমানের চাষের