Home » শান্তিনিকেতনে অর্ধনগ্ন মহিলার দেহ উদ্ধার

শান্তিনিকেতনে অর্ধনগ্ন মহিলার দেহ উদ্ধার

সময় কলকাতা ডেস্ক :  কোপাই নদীতে মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়ার পরে জলে নামল ডুবুরি। সোমবার শান্তিনিকেতনের বল্লভপুরডাঙ্গা গ্রামে কোপাই নদীর তীর বরাবর জল থেকে উদ্ধার হল এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ। ঘটনাস্থলে শান্তিনিকেতন থানা ও পাড়ুই থানার পুলিশ ।

শান্তিনিকেতন থানার অন্তর্গত বল্লভপুরডাঙ্গা গ্রামের বাইরে কোপাই নদী থেকে উদ্ধার মহিলার দেহ কীভাবে এল তা নিয়ে রহস্যের জট কিন্তু কাটছে না।ঘটনাস্থল থেকে শান্তিনিকেতন থানা ও পাড়ুই থানার পুলিশ  মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখনও পর্যন্ত মৃত মহিলার পরিচয় জানা যায়নি , কিভাবে মৃত্যু হল, দেহ ভেসে এসেছে কিনা সবকিছুই এখনও ধোঁয়াশা।পুরো ঘটনার সরেজমিনে তদন্ত করে দেখছে পুলিশ।মহিলার নগ্নদেহ উদ্ধারে এলাকায় রয়েছে উত্তেজনা।

About Post Author