সময় কলকাতা ডেস্ক : আবার ভারি বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য। তবে দুঃখের বিষয় বাঙালীর ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো, সেই দিন ভিজে মাটি হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন আবহবিদরা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে এবং সেই সঙ্গে পূর্ব ভারতের দিকে এগোচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। ফলে আগামী ৩ থেকে ৪ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃষ্টি হতে পারে ৫ তারিখ অর্থাৎ সরস্বতী পুজোর দিনও। তবে সেই দিন থেকে আবহাওয়ার উন্নতি হবে। এরপর অনেকটা বাড়বে তাপমাত্রা।
বাঙালির ভ্যালেন্টাইন্স ডে- তে ভিজবে রাজধানী কলকাতাও। ৩ মেঘলা থাকবে কলকাতা। ৪ তারিখ শুরু হবে বৃষ্টি। ৫ তারিখেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকেই শুষ্ক হতে থাকবে আবহাওয়া।
হাওয়া অফিস সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে ৩ তারিখ থেকেই। পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান,বাঁকুড়া, মূর্শিদাবাদ এই জেলাগুলিতেই রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ৪ তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফেব্রুয়ারির ৩ ও ৪ তারিখ বজ্র-বিদ্যুৎ সহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং এবং কালিম্পং জেলার বেশ কিছু জায়গায় ধসেরও সম্ভবনা থাকছে। বজ্র- বিদ্যুৎসহ ভারী বৃষ্টির ফলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সে কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
More Stories
RG Kar Incident: মহালয়ার দিন অভয়ার বাড়িতে সিবিআই, কেন?
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
Flood Relief: বন্যার ক্ষতিপূরণে রাজ্যের জন্য ৪৬৮ কোটি বরাদ্দ কেন্দ্রের, অনুদানেও বঞ্চনার অভিযোগ রাজ্যের