Home » জেনে নিন বনগাঁ পুরসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী তালিকা নিয়ে কেন বিভ্রান্তি ছড়াচ্ছে

জেনে নিন বনগাঁ পুরসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী তালিকা নিয়ে কেন বিভ্রান্তি ছড়াচ্ছে

সময় কলকাতা ডেস্ক : বনগাঁয় পুরভোটের তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকা  ভাইরাল।নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের নির্ধারিত হওয়ার আগেই বনগাঁর পুরভোটের তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ছড়িয়েছে বিভ্রান্তি ।তৃণমূল জেলা ও শহর সভাপতির স্বাক্ষর সম্বলিত বনগাঁ পুরপ্রার্থী তালিকা ভাইরাল হলেও তালিকাটি সঠিক নয় জানিয়েছে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। প্রকাশিত তালিকা ভুয়ো, তাঁর সই জাল করে ছড়ানো হয়েছে নকল তালিকা, বললেন তৃণমূল জেলা সভাপতি।


আসন্ন  পুরভোটের প্রার্থী তালিকা তৃণমূল এখনও প্রকাশ না করলেও আগামী কয়েকদিনের মধ্যে  প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে ।তার আগেই বনগাঁ পুরসভার তালিকা লোকের হাতে হাতে ঘুরছে। কার্যত ২২ টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সম্বলিত তালিকা ভাইরাল হয়েছে । ভাইরাল হওয়া বনগাঁর তৃণমূল প্রার্থী তালিকার শেষে রয়েছে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আলো রানী সরকার ও বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ দাস এর স্বাক্ষর ও সিল ।তৃণমূল এই তালিকাকে নকল আখ্যা দেওয়ার পরে বিজেপি বিষয়টি নিয়ে বিদ্রুপ করতে ছাড়ছে না।

বনগাঁ পুরসভা নির্বাচনেr তৃণমূল প্রার্থী তালিকা নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলে বনগাঁর তৃণমূল নেতৃত্ব।তালিকা তাঁদের প্রস্তুত করা নয় বলে জানিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী আলো রানী সরকার ও শহর সভাপতি দিলীপ দাস। এবিষয়ে সাংবাদিক সম্মেলনে আলোরানী সরকার জানিয়েছেন, তিনি কোনও প্রার্থী তালিকা প্রকাশ করেন নি। কালীঘাট থেকেই তালিকা প্রকাশিত হবে জানান তিনি।তিনি এও জানান,জেলার উচ্চ নেতৃত্বর সঙ্গে  তৃণমূল নেতা সুব্রত বক্সীর আলোচনার শেষে তালিকা প্রকাশ করা হবে।তাঁর সই-এর বিষয়ে তাঁর আলোকপাত যে  সই সম্ভবত জাল করা হয়েছে। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

বিজেপি নেতা দেবদাস মন্ডল বনগাঁর তৃণমূল তালিকা প্রসঙ্গে ব্যঙ্গ করে বলেছেন, তৃণমূলের সাত আটটি গোষ্ঠী বনগাঁয় থাকায় সাত আটটি তালিকাই প্রকাশ পাবে বলে তিনি মনে করছেন।

 

About Post Author