সময় কলকাতা ডেস্কঃ বিষ খাইয়ে একসঙ্গে ১৩টি সারমেয়কে মেরে ফেলার অভিযোগে চাঞ্চল্য ছড়াল নদীয়ার চাপড়ায়। বিষাক্ত খাবার খাইয়ে পশুহত্যার অভিযোগে, পুলিশ দু জনকে গ্রেপ্তার করেছে।অভিযোগ,গ্রামের কয়েকজন বাসিন্দা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে সারমেয় গুলিকে হত্যা করেছে।স্থানীয় পশুপ্রেমী সুচিত্রা বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে পুলিশ হরজত বিশ্বাস ও মিয়া বিশ্বাসকে গ্রেপ্তার করে।এই ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, বহিরগাছির বাসিন্দা পশুপ্রেমী সুচিত্রা বিশ্বাস বাড়িতে সারমেয় বিড়াল সহ বিভিন্ন পশু পোষেন । এছাড়া পথের সারমেয়দের দেখাশোনা ও করেন তিনি । অভিযোগ, দিন দশেক আগে একটি রাস্তার সারমেয় তাঁর বাড়িতে বাচ্চা প্রসব করে । প্রতিবেশীর এক শিশু তাঁর বাড়িতে এলে ওই সারমেয়টি শিশুটিকে কামড়ে দেয় । এরপরই শিশুর পরিবার ওই পশুপ্রেমীর বাড়িতে চড়াও হয় ।সুচিত্রা বিশ্বাসের অভিযোগ, সেই সময় সারমেয় গুলিকে মারধর করার পাশাপাশি মেরে ফেলার হুমকিও দেন। সুচিত্রা বিশ্বাস জানান, রবিবার অভিযুক্তরা মুরগির চামড়া ও নাড়িভুঁড়ির সাথে বিষ মিশিয়ে সারমেয় গুলিকে খেতে দেয় । এর ফলে ১৩টি সারমেয়র মৃত্যু হয় । এলাকাবাসীরা বিভিন্ন জায়গায় সারমেয় দের মৃতদেহগুলো দেখতে পান । এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুচিত্রা ।
More Stories
পূর্বস্থলীর কৃষক আত্মহত্যার ঘটনা কিসের অশনি সংকেত?
প্রকাশ্যে মাংস কাটা : দৃশ্যদূষণ ও শিশুমনে প্রভাব উত্তরবঙ্গের জেলায়
দুদিনের বৃষ্টি সর্বনাশ ডেকে আনল পূর্ব বর্ধমানের চাষের