Home » অবৈধ ও নিষিদ্ধ কাজের প্রতিবাদ করায় গৃহবধূকে কী করল দুষ্কৃতীরা?

অবৈধ ও নিষিদ্ধ কাজের প্রতিবাদ করায় গৃহবধূকে কী করল দুষ্কৃতীরা?

সময় কলকাতা ডেস্ক : বনগাঁর ছয়ঘরিয়ার মগপাড়া।অভিযোগ এলাকার অন্তত দুটি বাড়িতে চলছে অসামাজিক, নিষিদ্ধ ও অশ্লীল কার্যকলাপ।আরও অভিযোগ,প্রতিবাদ করলেই প্রতিবাদীর কপালে জুটছে মারধর। পুরুষ- মহিলা নির্বিশেষে দুষ্কৃতীদের জেরায় প্রাণ ওষ্ঠাগত এলাকাবাসীদের।

 

মঙ্গলবার ছয়ঘরিয়া এলাকার এক প্রতিবাদী মহিলা দুষ্কৃতীদের রোষের শিকার হলেন। বিক্ষুব্ধ মানুষ পথ অবরোধ করলেন। ঘটনার মুলে রয়েছে ভয়ঙ্কর অভিযোগ। এলাকার লোকের বক্তব্য,মগপাড়ায় এক বাংলাদেশী মহিলা মক্ষীরানী হয়ে আরও কিছু স্থানীয় লোকের সঙ্গে চালাচ্ছে অনৈতিক কাজকর্ম। সেই কাজে ব্যবহার করতে ডেকে আনা হচ্ছে মহিলাদের। কুপ্রস্তাব দেওয়া হচ্ছে। রাজি না হলে অথবা আপত্তি তুললেই ভীতি প্রদর্শন করা হচ্ছে ।অশ্লীল কাজের বিরুদ্ধে সরব হলেই মারধর করা হচ্ছে। যেমনটা হয়েছে জয়পুর- মগপাড়ার বাসিন্দা গৃহবধূ মুজিদা পাহাড়ের বেলায়।

মগপাড়ার গৃহবধূ মুজিদা পাহাড়ের অভিযোগ,  সুজন মগ, হবিবুর মগের বাড়িতে চলে অবৈধ কাজ-কর্ম। পুরো বিষয়টি তদারকি করে ফতেমা নামের এক বাংলাদেশী মহিলা।এদের তরফে মুজিদাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেওয়া হচ্ছিল বলেই অভিযোগ। মুজিদা নারাজ ছিল। সম্প্রতি তাকে প্রচন্ড উত্যক্ত করতে শুরু করে  অভিযুক্ত সুজন মগ। মুজিদা প্রতিবাদে সোচ্চার হতেই বুধবার সুজন, হবিবুর ও ফতেমা আরও দুই ব্যক্তির সঙ্গে এদিন চড়াও হয় মুজিদার দোকানে। তাকে প্রচন্ড মারধর করা হয় লোহার বাঁশ ও কাঠ দিয়ে যার ফলে সে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে।তার স্বামী মুসা পাহাড় তাকে রক্ষা করতে গেলে তাকেও প্রহার করা হয়। অভিযোগ দুষ্কৃতীরা মুজিদাকে প্রায় সংজ্ঞাহীন অবস্থায়  ফেলে রেখে পালায়।তার স্বর্ণালংকার ছিনতাই পালায়। বনগাঁ থানায় অভিযোগ দায়ের সুনির্দিষ্ট পাঁচজনের বিরুদ্ধে। পুলিশ তদন্ত শুরু করলেও দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবীতে মতিগঞ্জের কাছে বনগাঁ-বাগদা রোড অবরোধ করে মগপাড়ার বাসিন্দারা।।

About Post Author