ছবি সৌজন্যেঃ জি বাংলা
সময় কলকাতা ডেস্কঃ কাঁচা বাদাম গানের সঙ্গে এখন অনেকেই পরিচিত। সারা বাংলা বর্তমানে মেতেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কাঁচা বাদাম গানে । এবার দাদার সঙ্গে দাদাগিরি করতে মঞ্চে হাজির কাঁচা বাদান গানের স্রষ্টা ভুবন বাদ্যকার । উপহার হিসেবে দাদার জন্য নিয়ে এসেছিলেন কাঁচা বাদাম। সেই বাদাম খেলেন দাদা। জি বাংলার রিয়ালিটি শো দাদাগিরিতে অংশ নিয়ে বিজয়ী হলেন সকলের প্রিয় বাদাম কাকু।
বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকার । পেটের দায়ে বাদাম বিক্রি করে কোন রকমে সংসার চালান ভুবন। বাদামওয়ালা ভুবন নিজেও জানতেন না তাঁর ভিতরের শিল্পীকে। তার শৈল্পিক মন গান ভালোবাসে । তাই নিজে গান লিখে সেই গানে সুর দিয়ে গান গেয়ে বাদাম বিক্রি করেন ভুবন । বেশ কিছু দিন আগেই ভুবনের এই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । ইনস্টা রিলে শুধু এই গানের হুক স্টেপ । ভুবন এইসব-এর কিছুই বুঝতেন না । তার জীবনের এই গল্পই দাদাগিরি-র মঞ্চে বলতে আসেন ভুবন বাদ্যকার।
এই গান ভাইরাল হওয়ার পর একেবারে পাল্টে গিয়েছে ভুবনের জীবন । ‘কাঁচা বাদাম’- এর রিমিক্স ভার্সনে রয়েছেন তিনি । তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মদন মিত্র। তাঁদের দুজনকে একসঙ্গে গান গাইতেও দেখা গিয়েছে । ১৯ ফেব্রুয়ারী সম্প্রচারিত হবে এই পর্ব।
More Stories
প্রয়াত সিআইডি খ্যাত অভিনেতা দীনেশ ফাডনিশ
মুক্তির প্রতীক্ষায় মির্জাপুর সিজন 3
মে ডিসেম্বর ও মায়েস্ট্রো আসছে নেটফ্লিক্সে