সময় কলকাতা ডেস্ক: খড়গপুরের একটি ফ্ল্যাট থেকে সোনা চুরির অভিযোগে গ্রেফতার হল এক কলেজ পড়ুয়া। পাশাপাশি সোনার জিনিস কেনার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে।ধৃতদের এদিন খড়কপুর আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোলের বাসিন্দা মেধাবী ওই পড়ুয়া ইংরেজীতে এম এ পড়ছেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ছাত্র খড়গপুরের টাউন থানার নিউটাউনের একটি ফ্ল্যাটে কাটার দিয়ে গ্ৰিলের গেট কেটে দোতলায় ঢোকে। বিছানায় পড়ে থাকা চাবি নিয়ে আলমারি খুলে লকারে থাকা সোনার গহনা নিয়ে চম্পট দেয়।চুরিকরা সোনা সোনা সে প্রকাশ শাসমলকে বিক্রির জন্য দেয় প্রকাশ শাসমলকে বিক্র করার জন্য দেয়।বিক্রি করে দেওয়ার জন্য প্রকাশ অর্ধেক টাকা নেয়।
প্রকাশ দাসপুরের গোপিগঞ্জের সোনা ব্যবসায়ী চন্দ্রশেখর পান্ডের কাছে বিক্রি করে। বাকী সোনা হুগলির খানাকুলে বিক্রি করে। তাই সোনা বিক্রি ও কেনার অভিযোগে পাঁশকুড়ার বাসিন্দা প্রকাশ শাসমল ও সোনা কেনার জন্য দাসপুরের সোনা ব্যবসায়ী চন্দ্রশেখর পান্ডেকে গ্রেফতার করে ।
More Stories
পূর্বস্থলীর কৃষক আত্মহত্যার ঘটনা কিসের অশনি সংকেত?
প্রকাশ্যে মাংস কাটা : দৃশ্যদূষণ ও শিশুমনে প্রভাব উত্তরবঙ্গের জেলায়
দুদিনের বৃষ্টি সর্বনাশ ডেকে আনল পূর্ব বর্ধমানের চাষের