Home » বহিরাগত প্রার্থী নয়, পোস্টার বারাসতে

বহিরাগত প্রার্থী নয়, পোস্টার বারাসতে

সময় কলকাতা ডেস্ক: রাজ্যে দুয়ারে কড়া নাড়ছে পুরসভা ভোট।বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে পুরসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। তার আগেই সাতসকালে বারাসতে তৃণমূলের বিতর্কিত পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল কর্মীবৃন্দ নামাঙ্কিত পোস্টারে বহিরাগত প্রাথী চাইছিনা এদিন সকালে ১৪ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় এই পোস্টার দেখা যায়। এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।তৃণমূল নেতৃত্বের দাবি, বিরোধীরা এই কাজ করেছে।

প্রসঙ্গত বারাসত পুরসভায় চলতি মাসেই নির্বাচন।তাই বেশ কিছুদিন ধরেই শাসকদলের অন্দরে প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সূত্রের খবর এবার ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পরিবর্তন করার কথা ভাবছে।সেক্ষেত্রে অন্য ওয়ার্ড থেকে প্রার্থী করা হবে বলে কয়েকদিন ধরে গুজব চাউর হয়েছে। তারপরেই এই পোস্টার পড়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনাতিক মহল।

যদিও তৃণমূলের ১৪ নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর সমীর কুণ্ডুর দাবি, ,কে বা কার এই পোস্টার মেরেছে তা পরিস্কার নয়। তবে প্রাথমিকভাবে আমাদের অনুমান সিপিএম বা বিজেপি এই কাজ করেছে।যদিও তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বিরোধীদের। তাদের দাবি্, শাসকদলের গোষ্ঠীকোন্দ্বল্র জেরেই এই ঘটনা ঘটেছে।

 

About Post Author