সময় কলকাতাঃ ভোট পূর্ববর্তী হিংসা মামলায় তৃণমূলের প্রাক্তন উপপ্রধান স্বপন পড়্যা বুথ সভাপতি শৈলেন গিড়ি সহ নয় জনকে গ্রেপ্তার করে সিবিআই । ২২শে মার্চ প্রথম দফার নির্বাচনের ৫ দিন আগে, ঝাড়গ্রাম থানার আগুইবনি এলাকায় তৃণমূলের কর্মী দূর্গা সোরেনকে মারধর করে বেশ কিছু দুষ্কৃতী। ঘটনা স্থলেই মৃত্যু হয় দূর্গা সোরেনের ।ওই ঘটনায় অভিযোগ দায়ের হয় বিজেপির কর্মীদের বিরুদ্ধে । সেই ঘটনায় বিজেপির ২জন কর্মী গ্রেপ্তার হয় ।
এই ঘটনার পরেই আগুইবনির বাসিন্দা বিজেপির কর্মী তারক সাউয়ের উপরও হামলা হয় । তাঁকে কোলকাতায় স্থানান্তর করা হলে সেখানে তাঁর মৃত্যু হয় । অভিযোগ ওঠে তৃনমূলের কয়েকজন নেতা কর্মীর বিরুদ্ধে । একই দিনে দুটি ঘটনা ঘটলেও বিজেপী কর্মীর মৃত্যুর ঘটনার তদন্ত ভার নেয় সিবিআই । সেই ঘটনা কে কেন্দ্র করে শুক্রবার সিবিআই আগুইবনি থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে ঝাড়গ্রাম থানায় তুলে আনে । জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেপ্তার করা হয় । তবে তৃণমূল কর্মীর মৃত্যর তদন্ত ভার নিতে চায়নি সিবিআই ।
More Stories
প্রয়াত দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস
ফুলচাষে ফুলেফেঁপে উঠছেন পূর্বস্থলীর পুষ্প-ব্যবসায়ীরা
ফের ট্রেন দুর্ঘটনা! লরির সঙ্গে সংঘর্ষ উত্তরবঙ্গগামী রাধিকাপুর এক্সপ্রেসের