সময় কলকাতা ডেস্ক : পুরভোটের আগে অস্বস্তি টাকি পুরসভা এলাকার তৃণমূল শিবিরে। চাকরি দেওয়ার নামে নেওয়া হয়েছে মোটা অংকের টাকা,আর্থিক প্রতারণার অভিযোগ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। পুর ভোটের আগে টাকি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ এনে হাসনাবাদ থানায় দ্বারস্থ অভিযোগকারীরা।
উত্তর চব্বিশ পরগনার টাকি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আজিজুল গাজীর বিরুদ্ধে চাকরি দেওয়া ও পর্যটন কেন্দ্র লিজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা ও আত্মসাৎ করার অভিযোগ।
আর্থিক প্রতারণার অভিযোগ এনে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ করেছেন পুরসভার প্রাক্তন কর্মচারী রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য।টাকি পর্যটন কেন্দ্রের বিধান সৈকত লিজ দেওয়ার নামে সাড়ে চার লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ এনে তিনি জানিয়েছেন তাঁর ছেলেকে টাকি পৌরসভায় চাকরি দেওয়ার নাম করে টাকা নেন আজিজুল গাজী। রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, ধাপে ধাপে আমার কাছথেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে।
অভিযোগ পুরোটাই অস্বীকার করেছেন আজিজুল গাজী, তিনি বলেন সামনে পুরসভা নির্বাচন তাই টাকি পৌরসভা কে কালিমালিপ্ত করতে কিছু রাজনৈতিক দল ও তাদের পেটোয়া লোকেরা হাত মিলিয়ে পুরসভার বিগত শাসক বোর্ডের বিরুদ্ধে বদনাম করছে। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে তিনি পাল্টা বলেন, “আমার সঙ্গে রবীন্দ্রনাথ বাবুর দীর্ঘদিনের সম্পর্ক ছিল, উনি আমার বাড়িতে আসতেন। গত কয়েক মাস আগে পৌরসভার থেকে অবসর নেয়ার পর, বিধান সৈকত লিজে নেন, সেই গেস্ট হাউসের মধ্যেই অসামাজিক কাজকর্ম চলতো অল্প বয়সী মহিলা যুবক-যুবতীদের নিয়ে বিভিন্ন সময় তাদের রুম ভাড়া দিতেন।” তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ খন্ডনে তিনিও পাল্টা আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন আজিজুল গাজী।
টাকি পৌরসভার পুরো প্রশাসক সোমনাথ মুখোপাধ্যায় বলেন ,টাকি পুরসভায় নির্দিষ্টভাবে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়েনি। নির্দিষ্টভাবে কেউ অভিযোগ করলে পৌরসভা তার তদন্ত করে দেখবে।
যুবক যুবতীরা টাকা খুইয়ে অভিযোগ করছেন পুরসভার বিগত শাসক বোর্ডের বিরুদ্ধে।ফলে,পুরভোটের প্রার্থীপদ ঘোষণার হওয়ার আগে আর্থিক তছরুপের অভিযোগে তীব্র অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। শাসক দলের জেলা স্তরের নেতা তথা টাকির প্রথম সারির নেতাই আর্থিক প্রতারণার অভিযোগে জড়িয়ে পড়েছেন। এর প্রভাব কতটা সুদূরপ্রসারী হয় তা সময়ই বলবে।
More Stories
৫৫ দিনের মাথায় আরজি কর কাণ্ডের চার্জশিট জমা দিল সিবিআই, মূল অভিযুক্তের নাম দেখে কটাক্ষ কুণালের!
ফের রাজ্যসভার সাংসদের বাড়িতে ইডি হানা, ষড়যন্ত্র চলছে বলে ফুঁসে উঠলেন অরবিন্দ
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭