Home » ওপার বাংলাতেও মুক্তি পাচ্ছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’

ওপার বাংলাতেও মুক্তি পাচ্ছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’

সময় কলকাতা ডেস্কঃ এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। এতে খুশি অভিনেতা থেকে শুরু করে পরিচালক সকলেই। ফেসবুকে উল্লাস প্রকাশ করে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় লিখলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। বাংলাদেশে ছবি মুক্তির খবরে একটু বেশিই খুশি সৃজিত মুখোপাধ্যায়, কারন বাংলাদেশেই যে তার শ্বশুরবাড়ি। তাই মজা করে লিখেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’।

শুধু বাংলায়ই নয়, বাংলার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাচ্ছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। ২০১৯ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের অভিনেত্রী তথা সমাজকর্মী রাফিয়াত রাশিদ মিথিলাকে বিয়ে করেন সৃজিত। এর আগে একটি জনপ্রিয় বাংলা দৈনিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, “ছবিটা বাচ্চাদের জন্য বানানো এবং আমার মেয়ে আয়নাকে উৎসর্গ করা। আয়নার মতো যে শিশুরা ‘চাঁদের পাহাড়’ পড়ে এবং ‘লায়ন কিং’ দেখে বড় হয়েছে, তাদের জন্যই কাকাবাবু।”

সেই ছবি শুক্রবার বাংলাদেশে মুক্তি পাওয়ায় বেজায় খুশি পরিচালক। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ কাহিনি নিয়েই তৈরি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, অনির্বাণ চক্রবর্তী ছাড়াও আরও অনেকেই। সৃজিত নিজেও এই ছবিতে অভিনয় করেছেন। কিছুদিন আগেই ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে। আজই মুক্তি পাচ্ছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’।

About Post Author