সময় কলকাতা ডেস্ক: জঙ্গলে খাবারে টান পড়ছে হাতিদের। তাই জঙ্গল ছেড়ে এবার খাবারের সন্ধানে রাজ্য সড়কে হাজির হলেন গজরাজের দল।রাস্তার উপর আড়াআড়ি দাঁড়িয়ে পড়েন তাঁরা। আর তাতেই স্বরসতী পুজোর দিন সকালে বেশ কিছুক্ষন অবরুদ্ধ হয়ে থাকল ঝাড়গ্রাম বাঁকুড়া রাজ্য সড়ক। বিনপুর ১ নং ব্লকের লালগড় এলাকার ঝিটকার জঙ্গলের বুক চিরে চলা চওড়া রাস্তায় গজরাজ বাহিনীর উপস্থিতে থমকে যায় স্বাভাবিক জীবন।
তবে এই যে প্রথমবার এমনটা নয় এর আগেও একাধিকবার হাতির পাল বা কোনও একটি হাতি রাস্তায় এসে পড়ায় অবরুদ্ধ হয়েছ রাজ্য বা জাতীয় সড়ক। আর তাতেই পথচলতি মানুষ ও এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়।এলাকাবাসীর দাবি, জঙ্গলে খাবারের সঙ্কট দেখা দিলেই হাতির দল লোকালয়ের দিকে হানা দেয়।দলমার দাঁতালের দল রাজ্য সড়কের উপর দাঁপিয়ে বেড়ানোয় রাস্তার মধ্যে সৃষ্টি হয় যানজট।সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহনের চালকদের। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে আসে হুলা পার্টির সদস্যরা।এরপর দাঁতাল হাতির দল নিজেদের মত করে রাস্তা পার হলে হুলা পার্টি সদস্যরা যান চলাচলের জন্য রাস্তায় সবুজ সংকেত দেয়।
More Stories
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭
গোপনে আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেইল, একাধিক বার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
জয়নগর কাণ্ডের ময়নাতদন্ত হবে আজ, মৃতদেহ নিয়ে পুলিশ হাজির কল্যাণী এমসে