সময় কলকাতাঃ সুরের জগতে নক্ষত্র পতনের রবিবার সকাল থেকেই শোকস্তব্ধ গোটা দেশ। তবে বিষাদের ছায়ার মাঝেই সুখবর, ওমিক্রনমুক্ত হলেন আরেক সংঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় । কয়েক দিন আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন সন্ধ্যা মুখোপাধ্যায় । তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক মহল থেকে শুরু করে অনুরাগী সকলেই । আজ সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারাক্রান্ত গোটা দেশ । তার মধ্যেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী । রবিবার মুখ্যমন্ত্রী জানান, “সন্ধ্যা মুখোপাধ্যায়ের ওমিক্রন হয়েছিল । এখন ওমিক্রন মুক্ত তিনি । শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল । তবে সংকট এখনও কাটেনি ।” সন্ধ্যা মুখোপাধ্যায় অসুস্থ হওয়ার পর থেকে নিয়মিত তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিতেন মুখ্যমন্ত্রী । কথা বলতেন চিকিৎসকদের সঙ্গে । সেই নিরিখে এদিন মমতা জানান, “গতকাল রিপোর্ট দেখেছি । তাতে স্থিতিশীল রয়েছেন তিনি । করোনা কাটিয়ে উঠেছেন এটাই মানসিক শান্তি ।” মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত ‘গীতশ্রী’র অনুরাগীরা ।
উল্লেখ্য, গত মাসের ২৭ তারিখ অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। ওই দিন রাতে তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। এর পর করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসায় তাঁকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে । সেখানে ‘গীতশ্রী’র চিকিৎসার জন্য ৬ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয় । ইদানিং তার শারীরিক অবস্থা খুব একটা ভাল না হলেও স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায় । আজ সকালে মুখ্যমন্ত্রী জানান ওমিক্রনমুক্ত হয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় ।
More Stories
প্রয়াত দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস
ফুলচাষে ফুলেফেঁপে উঠছেন পূর্বস্থলীর পুষ্প-ব্যবসায়ীরা
ফের ট্রেন দুর্ঘটনা! লরির সঙ্গে সংঘর্ষ উত্তরবঙ্গগামী রাধিকাপুর এক্সপ্রেসের