সময় কলকাতা ডেস্ক :
মানুষের জীবনের, মানুষের বাঁচার অন্যতম শর্ত গাছ।অথচ কিছু অশুভ বুদ্ধিসম্পন্ন মানুষ বাস্তুতন্ত্রকে ধ্বংস করতে যেন উঠে পড়ে লেগেছে। তাই মাঝেমাঝে ভারসাম্য নষ্ট হয়ে যায় প্রকৃতির। তেমনই এক মানবসভ্যতাকে বিনষ্ট করার চক্রান্ত বারাসাতের মানুষের চোখের সামনে হয়ে চলেছে। প্রতিবাদ হলেও তা যেন সামান্য থেকে সামান্যতর হয়ে উঠছে কারণ প্রশাসন নীরব। যার অঙ্গুলিহেলনে বৃক্ষ ধ্বংস হচ্ছে তিনিও প্রভাবশালী।তাই “গাছ লাগান, প্রাণ বাঁচান” যুক্তি বড্ড বেমানান সাউথ কাজীপাড়ায়।
কাজীপাড়া যা কিনা বারাসাতের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সেখানে বাগানজুড়ে ছিল প্রায় দেড়শোটি আমাগাছ সহ প্রাচীন বৃক্ষ। এলাকাবাসীর অভিযোগ, জনৈক ‘জমিমাফিয়া বারিক বিশ্বাস কয়েক বছর আগে কয়েক বিঘা জমি ও আমবাগান কিনে নেন। আরও অভিযোগ, তাঁর লক্ষ্য ছিল এক ঢিলে দুপাখি মারা। পরিবেশ কর্মীরা অভিযোগ করেছেন একদিকে গাছ কেটে চড়া দামে বিক্রি করা ও অন্যদিকে জলা জমি সহ প্রোমোটিংয়ের কাজ করার উদ্দেশ্য ছিল বারিক বিশ্বাসের।হচ্ছেও তাই। গাছ কাটা হচ্ছে। রবিবারও চলছে প্রকৃতি ধ্বংস করার দুস্কর্ম।আর অদ্ভুত ভাবে নিষ্ক্রিয় প্রশাসন।চোখের সামনের প্রকাশ্য দিবালোকে গাছ কেটে পাচার হয়ে যাচ্ছে।
এলাকাবাসী বলছেন, তাঁরা সরাসরি মুখ খুলতে গেলে তাঁদের প্রাণ নিয়ে টানাটানি হবে। তবুও সংগঠিত হওয়ার চেষ্টা করছেন তাঁরা। এর মধ্যেই বারিক বিশ্বাসকে “কুখ্যাত সমাজবিরোধী” আখ্যা দিয়ে এলাকাজুড়ে পড়েছে পোস্টার। একমাত্র কিছু শুভবুদ্ধিসম্পন্ন পরিবেশ কর্মী পিছু হটতে নারাজ।
অর্পিতা সাহা নামে জনৈক পরিবেশকর্মী জানিয়েছেন, একটি গাছ কাটলে পাঁচটি গাছ লাগাতে হয় আর এখানে শতাধিক গাছ কাটা পড়ছে। বৃহত্তর আন্দোলনে যাওয়ার আগাম ঘোষণা অর্পিতা সাহার কিছু পরিবেশ কর্মীর মুখে। মানুষ তবুও ভরসা পাচ্ছেন না। তাঁরা বলছেন যখন প্রশাসন ও বারিক বিশ্বাস মিলে চক্রান্তে সামিল তখন প্রতিবাদ করেও কতটা কি হবে বলা শক্ত,উল্টে বিপাকে পড়বেন প্রতিবাদীরা।তাই বনসৃজন করার রাষ্ট্রব্যাপী উদ্যোগের ঘোষণা খেলো হয়ে উঠেছে বারাসাতে। পুরসভা এলাকার ১৮ নম্বর ওয়ার্ড কাজীপাড়ায় গাছ রক্ষার অঙ্গীকার ছিন্নবিছিন্ন হয়ে পড়ছে কুড়ুলের আঘাতে।।
More Stories
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
মহানন্দার তীরে পরিত্যক্ত সদ্যোজাতের দেহ, খুবলে খেল কুকুর
Tiljala: “এ ঘটনা বিরল থেকে বিরলতম”, তিলজলায় শিশু ধর্ষণ-খুন মামলায় দোষীকে ফাঁসির সাজা শোনাল আলিপুর আদালত