সময় কলকাতা ডেস্ক : লতা মঙ্গেশকারের শেষকৃত্য আসমুদ্র হিমাচলের ভারতীয়দের কাছে যেন প্ৰিয়জনের বিয়োগের ব্যাথার প্রকাশ।আজ সন্ধ্যা সাড়ে ছটায় শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে প্রয়াত গায়িকার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।উল্লেখ্য,৯২ বছর বয়সে কয়েক সপ্তাহ ধরে কোভিড পরবর্তী জটিলতা ও নিউমোনিয়ার সাথে লড়াই করার পরে রবিবার সকালে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকার।
তাঁর শেষকৃত্য উপলক্ষ্যে শিবাজী পার্কে আসছেন দেশের প্রমুখ গুণীজন ও রাজনৈতিক নেতা- নেত্রী ও গুনমুগ্ধরা। থাকবেন বলিউড ও সঙ্গীত জগতের তারকরা লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাই যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কেন্দ্রীয় সরকার আজ এবং আগামীকাল দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, এই সময় সারা ভারতে জাতীয় পতাকা অর্ধনমিত করা হবে।
তার মৃত্যুর পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং অন্যান্য রাজনৈতিক নেতারা তাদের শোক প্রকাশ করেন টুইটারে। বলিউড ইন্ডাস্ট্রি এবং বিশ্ব জুড়ে শ্রদ্ধাও বর্ষিত হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় তাঁর শোকবার্তায় মেলোডি কুইনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আগামীকাল রাজ্যে অর্ধেক ছুটি ঘোষণা করা হয়েছে।
বলিউড ইন্ডাস্ট্রি এবং বিশ্ব জুড়ে শ্রদ্ধাও বর্ষিত হচ্ছে। শোকরুদ্ধ সঙ্গীতমহলের শিল্পীরা তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিনম্র চিত্তে। আশা ভোসলে থেকে রশিদ খান – সিনেমা জগতের সাথে যুক্ত সঙ্গীতজ্ঞ থেকে শাস্ত্রীয় সঙ্গীত জগতের সাথে যুক্ত সকলেই স্বজন হারানোর ব্যথা নিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।।
More Stories
Vinesh Phogat quit Railway Job: রাজনীতির ময়দানে নামার আগে রেলের চাকরিতে ইস্তফা বিনেশ-বজরংদের
হাথরস গণধর্ষণ কাণ্ড ও একটি প্রহসন
LGBTQ: সমকামী সম্প্রদায়ের জন্যে বড় সিদ্ধান্ত মোদি সরকারের, নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত