Home » বালুরঘাটে পুরসভা নির্বাচনের প্রচার শুরু করল তৃণমূল

বালুরঘাটে পুরসভা নির্বাচনের প্রচার শুরু করল তৃণমূল

সময় কলকাতাঃ শুক্রবার বালুরঘাট পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। প্রার্থী তালিকা প্রকাশের পরেই পুরসভা এলাকার একাধিক ওয়ার্ডে প্রচারে নেমছে তৃণমূল।  রবিবার ছুটির দিনে সকাল থেকে প্রচারে বেরিয়ে পড়েন বালুরঘাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপুলকান্তি ঘোষ । এদিন বালুরঘাট এ কে গোপালন কলোনি এলাকা থেকে তিনি প্রচার শুরু করেন। সকাল থেকেই দলীর কর্মীদের নিয়ে ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে তিনি জোর দেন।প্রথম দিনের প্রচারে এলাকার কর্মীসমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

প্রসঙ্গত, বালুরঘাট পুরসভার নির্বাচিত কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়েছে কয়েক মাস আগেই।রাজ্যের অন্যান্য পুরসভাগুলির মতোই বালুরঘাটেও প্রশাসক মণ্ডলী তৈরি করে পুরসভার পরিচালনার কাজ চলছিল। বিধানসভা নির্বাচনের পর পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য হিসাবে মনোনীত হন বিপুলকান্তি ঘোষ । কয়েক মাসে তাঁর ভালো কাজই এবারের নির্বাচনে বিপুলকান্তিবাবুকে পুরসভা নির্বাচনের জিকিট পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

About Post Author