Home » জলপাইগুড়ি, মালবাজার এবং ময়নাগুড়ি পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

জলপাইগুড়ি, মালবাজার এবং ময়নাগুড়ি পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

সময় কলকাতা ডেস্কঃ রাজ্যের ১০৮ টি পুরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই তৃণমুলের পর এবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালবাজার এবং ময়নাগুড়ি পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।  রবিবার  জলপাইগুড়ির জেলা কার্যালয়ে সাংবাদিক সন্মেলন করে তালিকা প্রকাশ করেন বিজেপি জেলা মুখপাত্র ধীরাজমোহন ঘোষ এবং বিধায়ক পুনা ভেংরা, ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রার্থীরা।

  

জলপাইগুড়ি পুরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে এদিন ২২টি ওয়ার্ডের প্রার্থী ঘোষণা করা হয়। বাকি তিনটি ওয়ার্ডের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানান জেলা নেতৃত্ব। জলপাইগুড়ির পাশাপাশি এদিন ময়নাগুড়ি পুরসভার ১৭টি এবং মালবাজার পুরসভার ১৫টি ওয়ার্ডের প্রার্থীও ঘোষণা হয়।

 

 

 

 

About Post Author