সময় কলকাতা ডেস্ক: সাত সকালে হাতির দাঁত পাচার হওয়ার সময় বনদপ্তরের অভিযানে হাতির দাঁত সহ গ্রেফতার হল ৩ পাচারকারী। প্রানী দেহাংশ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল বনদপ্তরের বেলাকোবা রেঞ্জ।
বনদপ্তর সুত্রে খবর, মঙ্গলবার সকালে বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তর কাছে গোপন সূত্রে খবর আসে আলিপুর দুয়ার থেকে শিলিগুড়িতে পাচার করা হবে হাতির দাঁত। খবর পেয়ে ডুয়ার্সের ওদলাবাড়ি রেল গেট এলাকায় পাহারা বসান রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত সহ বিশাল পুলিশ বাহিনী। এরপর নির্দিষ্ট নম্বরের গাড়ি আসতেই গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশী শুরু করে বনদপ্তরের কর্মীরা। গাড়ির তল্লাশী নিতেই বেরিয়ে আসে ১ টি পূর্ণ বয়স্ক হাতির দাঁত। সাথে সাথে রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে গাড়িতে থাকা ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। একইসাথে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়।
ঘটনায় বৈকন্ঠপুর বনবিভাগের ডিএফও হরিকৃষ্ণান জানান, গোপন খবরে অভিযান চালিয়ে হাতির দাঁত সমেত ৩ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া হাতির দাঁতের ওজন ২ কিলো ১০০ গ্রাম। ওই তিন পাচারকারী আলিপুর দুয়ার জেলার বাসিন্দা। ধৃতদের জেরা করে জানা গেছে, এই হাতির দাঁত শিলিগুড়িতে হাত বদল করত ওই তিন পাচারকারী। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
More Stories
পূর্বস্থলীর কৃষক আত্মহত্যার ঘটনা কিসের অশনি সংকেত?
প্রকাশ্যে মাংস কাটা : দৃশ্যদূষণ ও শিশুমনে প্রভাব উত্তরবঙ্গের জেলায়
দুদিনের বৃষ্টি সর্বনাশ ডেকে আনল পূর্ব বর্ধমানের চাষের