সময় কলকাতা ডেস্ক : অবশেষে জট কাটল রাজ্যের দুই মেট্রো পথের।মার্চেই সল্টলেক থেকে মেট্রো ছুটবে শিয়ালদহ পর্যন্ত। ঘোষনা রাজ্যের পরিবহণ মন্ত্রীর।শিয়ালদহ পর্যন্ত ছুটবে ইস্ট ওয়েস্ট মেট্রো। আর তা হবে এবছর মার্চ মাসের মধ্যেই। কসবায় পরিবহন দপ্তরে সব পক্ষকে নিয়ে বৈঠকের শেষ ঘোষনা রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের।আর তার পরেই এই বছরের শেষে ডিসেম্বর মাসে জুড়ে দেওয়া হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনকে।
এদিনের বৈঠকে মেট্রো রেলের পাশাপাশি সেনা বাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।সেখানেই জোকা মেট্রো রেল নিয়েও আলোচনা হয়।রাজ্যের তরফে রেল কর্তৃপক্ষকে প্রস্তাব দেওয়া হয় বেহালা থেকে জোকা পর্যন্ত মেট্রো রেল পথ চালু করার।রাজ্যের দাবিতে এক প্রকার তৈরি এই মেট্রো পথ। সেখানে মেট্রো কর্তৃপক্ষ রাজ্যকে জানিয়েছে, এই বৈঠকে বেহালা থেকে জোকা নয় মাঝেরহাট পর্যন্ত মেট্রো পথ তৈরি করে তারা মেট্রো চালাতে চান।তবে এদিনের বৈঠকে এই মেট্রো পথের বড় জট কেটেছে দাবি পরিবহণ মন্ত্রীর।
মন্ত্রী জানান, ক্যালকাটা হাসপাতালের পর থেকে জোকা বিবাদীবাগ মেট্রো যাবে মাটির তলা দিয়ে। সেটা যাবে ময়দান এলাকা দিয়ে।আর তার জন্য এদিনের বৈঠকে উপস্থিত সেনা বাহিনীর প্রতিনিধিরা রাজ্যের পরিবহণ মন্ত্রীকে জানিয়েছে সেনার বাহিনীর কাছে আবেদন পত্র পাঠালেই অনুমোদন দিয়ে দেওয়া হবে। জোকা বিবাদীবাগের কাজে খিদিরপুরে কিছু জমির সমস্যা রয়েছে বলে স্বীকার করে নেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।খিদিরপুর এলাকায় এমনিই জল জমে বলে জানান কলকাতার মেয়র। সেই এলাকায় মেট্রোর কাজের জন্য পুরসভা নিকাশী ও পানীয় জলের লাইনকে অনেকটা বদলাতে হবে।সেটা কি ভাবে হবে তার জন্য ১৬ ফেব্রুয়ারি আলোচনা বসবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
অন্যদিকে, নোয়াপাড়া বিমানবন্দর মেট্রো পথে জমিদখলের সমস্যা রয়েছে বলে জানান পরিবহণ মন্ত্রী।আর সেই সমস্যা মেটাতে দক্ষিণ দমদম পুরসভাকে সব পদক্ষেপ নিতে বলা হয়েছে বলে জানন, পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। পরিবহণ মন্ত্রী জানান, রাজ্যের নতুন চালু ফাইন যারা বুঝছেন না তারা বিক্ষোভ অবরোধের মধ্যে যাচ্ছে। আমরা ফাইন চাই না। কিন্তু হেলমেট পরতে হবে যাত্রীদের। হেলমেট পরলেই ফাইন লাগবে না।
More Stories
লটারি দুর্নীতিতে মধ্যমগ্রামে তল্লাশি ইডির
অফিস টাইমে নিয়মিত ট্রেন লেট! ক্ষিপ্ত যাত্রীরা, লাইনে নেমে প্রতিবাদ খড়গপুর শাখায়
বিজেপির পর এবার আইএসএফের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! ঘটনায় চাঞ্চল্য হাড়োয়ার কাঁকড়া মির্জানগরে