সময় কলকাতা ডেস্ক : জেরি ইঁদুর বারবার নাস্তানাবুদ করে বিড়াল টমকে। দুষ্টু জেরিকে জব্দ করতে একদিন ইঁদুর ধরা যন্ত্রের ভেতর পনির দিয়ে ফাঁদ পাতল সে। কিন্তু জেরি অত বোকা নয়। টম চলে ডালে ডালে, জেরি চলে পাতায় পাতায়। পনিরটা সে খেল ঠিকই কিন্তু ফাঁদে পা দিল না।আর এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ একসঙ্গে দুষ্টুমি করতে করতে কাটিয়ে ফেলেছে টম এন্ড জেরি। সেসব দেখে হেসে লুটোপুটি খেয়ে যাচ্ছে শিশু, তরুণ, যুবক, বৃদ্ধরা। আর আজ জনপ্রিয় এই জুটি টম ও জেরির ৮২তম জন্মদিন।এই সিরিজে টম হল নীলাভ-ছাই, রঙের বিড়াল। আর জেরি হল বাদামী রঙের ছোট্ট এক ইঁদুর, তারা একই বাড়িতে থাকে । টম খুব অল্পেতেই রেগে গেলেও জেরি খুব চালাক আর সুযোগসন্ধানী। টমের সাথে জেরির মানসিকতার কোনই মিল নেই। প্রতিটি কার্টুনেই জেরি সাধারণত বিজয়ী হয় আর টমকে হেরে যেতে দেখা যায় । টম কোন মেয়ে বিড়ালের প্রেমে পড়লে জেরি ঈর্ষান্বিত হয়ে ভাঙ্গন ধরানোর চেষ্টা করে। তারপর অবশ্য ওরা ওদের পুরোনো খেলাতেই ফিরে যায়। একে অন্যকে দুঃখ দিয়ে মজা পায় তারা।টম জেরির থেকে বেশি সচেতন। জেরি খুব বেশি আঘাতপ্রাপ্ত বা মরণাপন্ন মনে হলে টম খুব ভয় পেয়ে যায় । জেরি অবশ্য এমন পরিস্থিতির সুযোগ নিতে ছাড়েনা। জেরিকে ধরতে কখনো কখনো টমকে সাহায্য নিতে হয় বাচের। বাচ হল গলিতে থাকা কালো রঙের একটি হুমদো বিড়াল । যে নিজেও জেরিকে ধরে খেতে চায় । এই সিরিজের আরও একটি চরিত্র হল স্পাইক । সে একটি রাগী ভয়ংকর দারোয়ান বুলডগ। সে সর্বদা বিড়ালদের মারতে পছন্দ করে। এছাড়াও রয়েছে ম্যামী, তিনি একজন আফ্রিকান মহিলা । যার চেহারা কখনো দেখা না গেলেও দুষ্টুমি করলে টমের কপালে তার ঝাঁটাপেটা ঠিকই জোটে ।১৯৫০ সাল জুড়ে দেখানো হয় যে, বুলডগ স্পাইকের একটি সন্তান আছে যার নাম টাইক । এই সংযুক্তিতে স্পাইকের চরিত্রে একটু কোমলতার ছোঁয়া লাগে, এবং তাদের নিয়ে একটি সমসাময়িক স্বল্পস্থায়ী সিরিজ স্পাইক এন্ড টাইক চালু হয় । এই সিরিজে জেরি টমের বিরুদ্ধে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে টাইককে । টাইককে কেউ বিরক্ত করলে স্পাইক তাকে আক্রমন করে। আর এই প্রসঙ্গে টমকেই বেশী দেখা যায় ।১৯৪০ সালের এই দিনে উইলিয়াম হ্যানা ও জোসেফ বারবেরা প্রথম দর্শকের সামনে আনেন টম ও জেরিকে। ১৯৫৮ সাল পর্যন্ত তাঁরা নির্মাণ করেছিলেন কার্টুনটির ১১৪টি পর্ব। কার্টুনে ধরে রাখা যায়নি টম ও জেরিকে। ১৯৭৫ সালে শুরু হয় টেলিভিশন সিরিজ। ১৯৮০ থেকে চলেছে টম অ্যান্ড জেরি কমেডি শো। ১৯৯০ থেকে শুরু হয়েছে আরেকটি সিরিজ, নাম টম অ্যান্ড জেরি কিডস। ২০০৬ সাল থেকে চলেছে টম অ্যান্ড জেরি টেলস। ২০১৪ সাল থেকে শুরু হয়েছে দ্য টম অ্যান্ড জেরি শো। অন্তত এটুকু বলাই যায় টম অ্যান্ড জেরি মানেই আট থেকে আশি যোগাবে নির্মল হাসি। হ্যাপি বার্থ ডে টু টম অ্যান্ড জেরি।
More Stories
Diljit Dosanjh: ‘হিন্দুস্থান কারও বাপের নয়..’ কনসার্ট থেকে কাদের নিশানা করলেন দিলজিৎ?
অস্কারের দৌড়ে ইমন! বাজিমাত করলেন কোন গানে?
৩৭ বছরেই অভিনয়কে বিদায় জানাতে চান বিক্রান্ত মাসে? নেপথ্যে কোন কারণ?