Home » নান,পরোটা বা পোলাও এর সঙ্গে কব্জি ডুবিয়ে খান মুরগি লাবাবদার

নান,পরোটা বা পোলাও এর সঙ্গে কব্জি ডুবিয়ে খান মুরগি লাবাবদার

সময় কলকাতা ডেস্ক : যে কোনও অনুষ্ঠানে আর রেস্তোরাঁর খাবারের জন্য অপেক্ষা করতে হবে না। খুব সহজে এবং বাড়িতে বসেই বানিয়ে ফেলুন মজাদার মুরগি লাবাবদার।

উপকরণ

• বোন লেস চিকেন- ৬০০ গ্রাম
• পেঃয়াজ বাটা- ২ টি
• টমেটো পিউরি করা- ২ টি
• আদা কুচি- ১ টেবিল চামচ
• ফ্রেশ ক্রীম- ১০০ গ্রাম
• জিরে- ১ চা চামচ
• জিরে গুঁড়া- ১ চা চামচ
• ধনে গুঁড়া- ১ চা চামচ
• গরম মশলা গুঁড়া- ২ চা চামচ
• কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ১ টেবিল চামচ
• কসুরী মেথি- ১ টেবিল চামচ
• ধনে পাতা কুচি- ২ টেবিল চামচ
• বাটার- ১ টেবিল চামচ
• চিনি- ১ টেবিল চামচ
• হলুদ- ১/২ চা চামচ
• নুন- স্বাদমত
• সরষের তেল- ৩ টেবিল চামচ
• তিল- ১ টেবিল চামচ
• কাজু- ২ টেবিল চামচ

পদ্ধতি

প্রথমে তিল ও কাজু একসঙ্গে পেস্ট করতে হবে। তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিতে হবে। পেঁয়াজ ভাল করে ভাজা হলে টমেটো পিউরি দিতে হবে।

একটু পরে জিরে ও ধনে গুরো, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে মশলা কষতে হবে। এবার চিকেন ও নুন দিয়ে কষতে হবে। মশলা থেকে তেল ছাড়লে কাজু ও তিল বাটা দিতে হবে।

এরপর চিনি, কাসুরই মেথি, আদা কুচি, ক্রীম ও বাটার দিতে হবে। চিকেন ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে। সব শেষে গরম মশলা গুরো, ধনে পাতা কুচি ও আর একটু আদা কুচি দিয়ে নামিয়ে নিন।

About Post Author