সময় কলকাতা ডেস্ক: বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ প্রত্যাক্ষান করেছে বাম কংগ্রেস জোটকে।তাই বিধানসভা নির্বাচনের পর ছিন্ন হয়েছে বাম-কংগ্রেসের জোট।পুরসভা নির্বাচনে আনুষ্ঠানিক জোট না হলেও তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করতে স্থানীয় পর্যায়ে জোট করলো বামফ্রন্ট এবং কংগ্রেস।মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হতেই বসিরহাট মহকুমার ৩ পুরসভা টাকি, বাদুড়িয়া ও বসিরহাটে সিপিএম ও কংগ্রেসের নিজেদের মধ্যে আসন সমঝোতার ছবি ধরা পড়লো।অঘোষিত এই জোের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন দুই দলের নেতারাই।
সিপিএমের উত্তর চব্বিশ পরগণা জেলা কমিটির সদস্য প্রতাপ নাথ বলেন, টাকি পুরসভার ১৬টি ওয়ার্ডের মধ্যে বামফ্রন্ট ১৩টিতে তাদের প্রার্থী দিয়েছে। বাকি তিনটে ছেড়ে দিয়েছে কংগ্রেসের জন্য। আবার বসিরহাটে ২৩টি ওয়ার্ডের মধ্যে ৬টি আসন বামফ্রন্ট কংগ্রসের জন্য ছেড়ে দিয়েছে। যদিও বাদুড়িয়া পৌরসভায় আসন সমঝোতা নিয়ে এখনও পর্যন্ত দুই দলের মধ্যে বৈঠক চলছে।পুরভোটে নিচু তলায় জোটের জন্য যে আলোচনা চলছে তা পরোক্ষ ভাবে মেনে নিলেন কংগ্রেসের উত্তর পরগণা জেলা কমিটির সভাপতি (গ্রামীণ) অমিত মজুমদারও।
বাম-কংগ্রেসের এই অঘোষিত জোটকে কটাক্ষ কটাক্ষ করছে তৃণমূল। তৃণমূল-কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় বলেন, কংগ্রেস ও সিপিএম কয়েনের এপিঠ ওপিঠ । তারা প্রকাশ্যে জোট না করলেও নিজেদের মতো করে আসন সমঝোতায় নেমেছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে এভাবে মানুষকে বোকা বানানো যাবে না। তিন পুরসভার মানুষই উন্নয়নের পক্ষে রায় দেবেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হবে।
More Stories
পূর্বস্থলীর কৃষক আত্মহত্যার ঘটনা কিসের অশনি সংকেত?
প্রকাশ্যে মাংস কাটা : দৃশ্যদূষণ ও শিশুমনে প্রভাব উত্তরবঙ্গের জেলায়
দুদিনের বৃষ্টি সর্বনাশ ডেকে আনল পূর্ব বর্ধমানের চাষের