Home » ময়নাগুড়িতে ঘর ওয়াপসি দুই তৃণমূল নেতার

ময়নাগুড়িতে ঘর ওয়াপসি দুই তৃণমূল নেতার

সময় কলকাতা ডেস্ক: দলের নেতাকর্মবদের সঙ্গে মতানক্যের কারণে কয়েকমাস আগে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন ময়নাগুড়ির দুই নেতা।মান অভিমান কাটিয়ে ময়নাগুড়ি পুরসভার ভোটের আগে ফের দলে ফিরলেন তাঁরা। শুক্রবার রাতে ময়নাগুড়ির ইন্দিরাভবনের তৃণমূল কার্যালয়ে, প্রাক্তন জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি বাপি সরকার এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেসের যুব জেনারেল সেক্রেটারি সত্যজিৎ শর্মা নতুন করে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তৃণমূলের ময়নাগুড়ির ১ নং ব্লক সভাপতি মনোজ রায়, এবং ময়নাগুড়ির প্রাক্তন বিধায়ক অনন্তদেব অধিকারী তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

ইন্দিরাভবনের অনুষ্ঠানে দুই নেতার পাশাপাশি তাঁদের অনুগামী ও বিভিন্ন দল থেকে আসা শাতাধিক মানুষ তৃণমূলে যোগ দেন। ঘর ওয়াপসির পর বাপি সরকার বলেন, দলের নেতাদের সঙ্গে মনোমালিন্যের জন্য আমরা দল ছেড়েছিলাম। ভুলবোঝাবুঝি মিটিয়ে আমরা ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য তৃণমূল কংগ্রসে ফিরে এসেছি।পুরসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের এই দুই নেতার যোগদান দলের নেতা ও কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

About Post Author