সময় কলকাতা ডেস্ক: মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে বাবা ও মায়ের উপর হামলা চালাল ছেলে।শুক্রবার রাতে ছুরি ও কাটারি নিয়ে বাবা ও মাকে কুপিয়ে খুনের চেষ্টা চালায়। যশ দম্পতির আর্তনাদ শুনে প্রতিবেশীরা এসে মদ্যপ ছেলের হাত থেকে তাঁদের রক্ষা করে। পাশাপাশি অভিযুক্তকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয়।এই ঘটনাকে কেন্দ্রকরে ইন্দাসের আকুই ২ গ্রামপঞ্চায়েতের খড়শি গ্রামে চাঞ্চল্য ছড়ায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায়ই মদ ও গাঁজা খেয়ে নেশায় বুঁদ হয়ে বাড়ি ফিরত অভিযুক্ত ওই যুবক। বাড়ি ফিরেই গালিগালাজ করার পাশাপাশি বাবা মাকে মারধরও করত। ছেলের অত্যাচারে আতঙ্কে কার্যত তটস্থ হয়ে থাকতেন যশ দম্পতি।মাস পাঁচের আগেও ছেলে একই কায়দায় তাঁদের উপর হামলা চালিয়েছিল বলে জানিয়েছেন অভিযুক্তের মা। তিনি জানান, ছেলে এদিন মদ ও গাঁজা খেয়ে বাড়িতে ফেরে।তারপরেই ছুরি ও কাটারি নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আমাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে পড়ায় এযাত্রায় প্রাণে বেঁচেছি।ছেলের বিরুদ্ধে পুলিশকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছি।
More Stories
পূর্বস্থলীর কৃষক আত্মহত্যার ঘটনা কিসের অশনি সংকেত?
প্রকাশ্যে মাংস কাটা : দৃশ্যদূষণ ও শিশুমনে প্রভাব উত্তরবঙ্গের জেলায়
দুদিনের বৃষ্টি সর্বনাশ ডেকে আনল পূর্ব বর্ধমানের চাষের