সময় কলকাতা ডেস্কঃ ভাঙড়ে বড়সড় চুরির চেষ্টা বানচাল করল পুলিশ।শনিবার রাতে লোহার রড চুরি করে পালানোর সময় বালিগাদা মোড়ে একটি রড বোঝাই গাড়ি আটক করে পুলিশ। পাশাপাশি চুরির অভিযোগে ৭ জনকে পাকড়াও করে। কোথা থেকে কোথায় রডগুলি নিয়ে যাওয়া হচ্ছিল ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ তা জানার চেষ্টা করছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে অন্যান্য দিনের মতোই বাসন্তী হাইওয়েতে টহল দিচ্ছন পুলিশ।গভীর রাতে পিকআপভ্যানে রড বোঝাই রয়েছে দেখে পুলিসের সন্দেহ হয়। গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবদের সময় কথাবার্তায় অসঙ্গতি থাকায় পুলিশ গাড়িসহ ৭ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে রডগুলি চুরি করে তারা মুর্শিদাবাদে নিয়ে যাচ্ছিল।শুধু চুরি না কি ধৃতদের অন্য কোনও উদেশ্য ছিল পুলিশ তা তদন্ত করে দেখছে।
More Stories
পূর্বস্থলীর কৃষক আত্মহত্যার ঘটনা কিসের অশনি সংকেত?
প্রকাশ্যে মাংস কাটা : দৃশ্যদূষণ ও শিশুমনে প্রভাব উত্তরবঙ্গের জেলায়
দুদিনের বৃষ্টি সর্বনাশ ডেকে আনল পূর্ব বর্ধমানের চাষের