Home » বিজেপিতে মোহভঙ্গ,সুনীল সিং ফিরলেন তৃণমূলে

বিজেপিতে মোহভঙ্গ,সুনীল সিং ফিরলেন তৃণমূলে

সময় কলকাতা ডেস্ক: বিজে্পি প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেওয়ার পরেও তা প্রত্যাহার করেছিলেন প্রাক্তন বিধায়কয়ের পরিবারে তিন প্রার্থী। তারপর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সুনীল সিং,তাঁর ছেলে আদিত্য সিং ও অর্জুন সিংয়ের ভাতুষ্পুত্র সৌরভ সিং।তিনজনই রবিবার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে গিয়ে আনুষ্টানিকভাবে তৃণমূলে যোগ দেন।তৃণমূলের দমদম ব্যারাকপুর সাংগঠনিক সভাপতি পার্থ ভৌমিক ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এই তিন নেতা শাসকদলে ফেরায় গারুলিয়া পুরসভায় শাসকদলের ক্ষমতা অনেকটাই বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন প্রাক্তন বিধায়ক সুনীস সিং। পুরসভা নির্বাচনে গারুলিয়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন সুনীল সিং। আদিত্য সিং ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী হন। অন্যদিকে সৌরভ সিং হয়েছিলেন ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। শনিবার তিনজনই তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসে যোগদানের পর সুনীল সিং বলেন, আমি তৃণমূলের সঙ্গে গদ্দারি করেছিলাম। বিজেপিতে গেছিলাম কিন্তু সেখানে শান্তিতে ছিলাম না তাই মূল স্রোতে ফিরে এলাম তৃণমূলে থেকে কাজ করতে চাই।

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বিজেপি পার্টি একটি গ্যাস চেম্বারে পরিনত হয়েছে। তাই বিজেপি কর্মীদের দম বন্ধ হয়ে আসছে, সেই কারণেই বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।তিনি বলেন, ব্যারাকপুরে আরো অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তাঁরাও আগামী দিন তৃণমূলে যোগ দেবে।

 

About Post Author