Home » চুমুতেই দীর্ঘজীবী হোক ভালোবাসা

চুমুতেই দীর্ঘজীবী হোক ভালোবাসা

তমশ্রী রুদ্রঃ আজ ১৩ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইনস উইক অর্থাৎ ভালোবাসার সপ্তাহের সপ্তম দিন। আজ কিস ডে। একটু একটু করে গড়ে তোলা সম্পর্কটিকে একটু কাছে পেতে একটু নিবিড় হওয়ার দিন আজ। ভালোবাসা তখনই সম্পূর্ণ হয় যখন দুটি মানুষের ঠোঁট একে অপরের সঙ্গে মিলে যায় ।

ফেব্রুয়ারীর ৭ তারিখ থেকেই শুরু হয় ভালোবাসার সপ্তাহ বা ভ্যালেন্টাইন উইক । ১৪ ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন ডে পর্যন্ত সময় ভালোবাসার সপ্তাহ নামে পরিচিত । এই সপ্তাহের প্রতিটি দিন ভিন্ন ভিন্ন নামে পরিচিত । এই সপ্তাহের সপ্তম দিন অর্থাৎ ১৩ই ফেব্রুয়ারী দিনটিকে আন্তর্জাতিক চুম্বন দিবস হিসাবে পালন করা হয়। শেষ কয়েক বছর ধরে ভ্যালেন্টাইন সপ্তাহ পালনের ট্রেনড বেশ বেড়েছে । এই সপ্তাহ জুড়ে নিত্য নৈমিত্তিক ভাবে চলে প্রেমের প্রকাশ । একই নিয়মে চলছে কিস্ ডেও ।

এই দিনে অনেকেই নিজের প্রিয় মানুষটিকে চুমু খেয়ে থাকেন। চুম্বনের মাধ্যমেই ভালোবাসার প্রকাশ হয় । এই চুম্বনই হয়ে ওঠে ভালোবাসার প্রতীক । যতদিন পাশে থাকা হবে ঠিক ততদিন এভাবেই কটিয়ে দেওয়া যাবে, এই চুম্বনের মাধ্যমে যেন সেই বার্তাই প্রকাশ পায়। চুম্বনে একটি নতুন সম্পর্কের বন্ধন তৈরি হয়। এই বন্ধনে শারীরিক চাহিদার থেকে বিশ্বাসের অঙ্গিকারই বেশি জায়গা পায় । নতুন সম্পর্কে যাওয়া মানুষের কাছে এই দিনটি একদম আলাদা অনুভূতি বহন করে।

এই চুম্বনের মধ্যে দিয়ে নিজের কাছের মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার অঙ্গীকার নেওয়া হয় । সম্পর্কের গভীরতা বাড়াতে ও সম্পর্ককে নতুন মাত্রা দিতে চুম্বনে লিপ্ত হন । নিজের ভালোবাসা ব্যক্ত করার ভাষা হিসেবে চুম্বনকেই হাতিয়ার করুন । আর সঙ্গীকে উইশ করুন হ্যাপি কিস ডে!

About Post Author