Home » আইপিএলে এবার পাঞ্জাব কিংসে বারাসাতের ছেলে ঋত্বিক

আইপিএলে এবার পাঞ্জাব কিংসে বারাসাতের ছেলে ঋত্বিক

সময় কলকাতা ডেস্ক :  কয়েক বছর ধরেই দেশের ঘরোয়া সর্বোচ্চ স্তরের ক্রিকেট টুর্নামেন্টগুলিতে লাগাতার সাফল্য পেয়েই চলেছিলেন বাঙালি তরুণ ক্রিকেটার ঋত্বিক চট্টোপাধ্যায়। অলরাউন্ডার হিসেবে মুন্সিয়ানা দেখিয়েছেন, গত দুবছরে যা সুযোগ পেয়েছেন তাকে কাজে লাগিয়ে চোখে পড়ছিলেন। আই পি এলে নামী তারকাদের পেছনে ফেলে দিলেন তিনি। মনোনীত হলেন বাছাই হওয়া সেরা খেলোয়াড়দের মধ্যে। প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসের ভরসাস্থল হয়ে উঠতে চলেছেন বারাসাতের ঋত্বিক।  আইপিএল নিলামের দ্বিতীয় দিনে তাকে কিনে নিল পাঞ্জাব কিংস।

বাংলার কথা না হয় বাদ দেওয়া গেল, আইপিএলে দেশ-বিদেশের নামীদের পেছনে সরিয়ে ঋত্বিকের উত্থান কিন্তু সে অর্থে বিস্ময়কর নয়। তিনি ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করার পুরস্কার পেলেন, মনে করছে বাংলা ক্রিকেট মহল।বড় বড় নামী তারকা ক্রিকেটার যখন অবিক্রীত হয়ে পড়ে থাকছেন তখন কুড়ি লাখ টাকা দিয়ে বছর আঠাশের তরুণ পাঞ্জাব কিংস দলে গুটি গুটি পায়ে ঢুকে পড়লেন নিজের পারফরম্যান্সের জোরে। হয়তো আরও আগেই হয়তো জহুরীদের নজরে পড়তেন তবুও অবশেষে সুযোগ এসেছে।অতিমারীর সময়ে ঘষে মেজে নিজেকে আরও মজবুত করে আরও শক্তিশালী হয়ে আই পি এলে খেলার মানসিকতা দৃঢ় করেছেন।বারাসাতের দক্ষিণপাড়ার ছেলে ঋত্বিক প্রস্তুত চ্যালেঞ্জ নিতে। দাদা ঋতম ও প্রতিষ্ঠিত ক্রিকেটার তবে শুধু দাদার সঙ্গে নয় বারাসাতের আরও কিছু স্থানীয় ক্রিকেটারের সঙ্গে কোভিড কালে প্র্যাকটিসে ডুবিয়ে রেখে ভুলত্রুটি শুধরে এগিয়েছেন ঋত্বিক।

মায়াঙ্ক আগরওয়াল, শিখর ধাওয়ান রা না হয় ওপেনার, রাবাডা না হয় পেসার কিন্তু দলে যে রাহুল চাহার, লিভিংস্টোন রা রয়েছেন। কতটা সুযোগ পাবেন? ঋত্বিক সরাসরি সময় কলকাতাকে জানিয়ে দিলেন, এভাবে বিষয়টি তিনি দেখছেন না। ঋত্বিক পরিষ্কার জানালেন, বড় ও নামীদের কাছে শিখবেন। যতটুকু সুযোগ আসবে সেটুকুই কাজে লাগাবেন।সুযোগের অপেক্ষা করছেন ঋত্বিক।

আদতে ব্যাটসম্যান হলেও নিজেকে কমপ্লিট অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠা করতে ঋত্বিক বদ্ধপরিকর। বিগ হিট নেওয়ার ক্ষমতা রাখলেও বরাবরই লোয়ার মিডল অর্ডারে ভরসা দিয়ে থাকেন টেকনিক দিয়ে। তথাপি স্পিনার হিসেবে তাঁর ঘরোয়া ক্রিকেটে সাফল্য মনে রাখার মত। ঘরোয়া ক্রিকেটে শূন্য রানে সাত উইকেট নেওয়ার অবিশ্বাস্য রেকর্ডও তাঁর দখলে। ফলে অলরাউন্ডার হিসেবে তাঁকে দলে নেওয়ার পাঞ্জাবের সিদ্ধান্ত ও লগ্নি  খেটে যেতেই পারে।

 

স্কুল শিক্ষক বিজয় চট্টোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র ঋত্বিক যে লম্বা রেসের ঘোড়া সেকথা তাঁর প্রশিক্ষকরা আগেই বলেছিলেন। এবার আইপিএলের রণে বারাসাতের যুবকের দিকে শুধু পাঞ্জাব নয়,বাঙলারও চোখ থাকবে। সম্প্রতি বিয়ে করেছেন ঋত্বিক। লেডি লাক হয়ে স্ত্রী সৌভাগ্য নিয়ে এসেছেন একথা মানতেও দ্বিধাবোধ করছেন না ঋত্বিক। সহধর্মিনী প্রিয়া চট্টোপাধ্যায়ের সৌভাগ্য আর ঋত্বিকের পরিশ্রম মিশ্রিত প্রতিভার মেলবন্ধন আই পি এলে পাঞ্জাব কিংসের কতটা সৌভাগ্য বয়ে আনে সেটাই দেখার।

 

About Post Author