সময় কলকাতাঃ কলকাতার পর চার পুরসভার ভোটেও ঘাসফুলের ঝোড়ো হাওয়ায় বেসামাল বিরোধীরা ।আসানসোল পুরসভার ১০৬ আসনের মধ্যে এককভাবে ৯১ টি আসন দখল তৃনমূলের।বাকী আসনের মধ্যে বিজেপি ৭ টি, বামেরা ২ টি , কংগ্রেস ৩ টি ও নির্দল প্রার্থীরা ৩ আসনে জয়ী হয়েছে । ফলাফল ঘোষণার পরেই একাধিক ওয়ার্ডে তৃণমূল কর্মীরা অকাল হোলীতে মেতে ওঠেন। ফল প্রকাশের পর আসানসোল ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয়ে উল্লাসে মাতলেন কর্মী সমর্থকরা । তৃণমূল প্রার্থী মুনমুন মুখোপাধ্যায় জয়ী হওয়ারপর চকবোলপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে কর্মীসমর্থকেরা সবুজ আবির খেলায় মেতেওঠেন ।মেয়ে জয়ী হওয়ায় পথচলতি মানুষকে মিষ্টিমুখ করান তাঁর বাবা তথা কুলটিব্লক তৃর্ণমুল কংগ্রেস প্রাক্তনসভাপতি মহেশ্বর মুখোপাধ্যায়।
জয়ের পর মুনমুন মুখোপাধ্যায় বলেন , “এই জয় ১৬ নম্বর ওয়ার্ডের মানুষের । তাঁরা দুহাত তুলে আশীর্বাদ করেছেন । যাঁদের জন্য আমার জয় তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ ।” একই সঙ্গে কর্মী সমর্থকদেরও এই জয়ের জন্য অভিনন্দন যানান তিনি । তিনি আরও বলেন, আগামী দিনে তাঁর কাজের মধ্যে দিয়ে মানুষের মুখে হাসি ফোটাবেন ।
পুরসভায় ভালো ফল করতে না পারলেও, ২৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি ।তিনি প্রায় ৩৩০০ ভোটের ব্যবধানে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীকে পরাজিত করেন।প্রসঙ্গত, ভোটের দিন যেভাবে হেনস্থার সম্মুক্ষীন হতে হয়েছিল চৈতালি তিওয়ারিকে সে দিক থেকে বিচার করলে তাঁর এই জয় গেরুয়া শিবিরের একটি বড়সড় সাফল্য বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
More Stories
Governor CV Anand Bose: কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে রাজ্যপাল বোস
টালিগঞ্জে ‘রাত দখল’ কর্মসূচিতে দুষ্কৃতী হামলা, উচ্চ আদালতে মামলার আর্জি তৃণমূলের বিরুদ্ধে
আর্থিক দূর্নীতির অভিযোগে এবার আজহারউদ্দিনকে তলব ইডির