Home » পেট্রোল পাম্পে বিক্ষোভ গ্রাহকদের

পেট্রোল পাম্পে বিক্ষোভ গ্রাহকদের

PETROL PAMP DANTAN

সময় কলকাতা ডেস্ক: ভেজাল তেল বিক্রির অভিযোগে পেট্রোল পাম্পে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনাকে কেন্দ্রকরে দাঁতন ২ ব্লকের ধনেশ্বরপুরের একটি পেট্রোলপাম্পে ব্যপক উত্তেজনা ছড়ায়। এলাকাবাসীর অভিযোগ পাম্প থেকে নেওয়া তেল বা পেট্রোলে জল মেশানো রয়েছে। ফলে তেল নেওয়ার পরেই গাড়িতে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। বিষয়টি বেশ কয়েকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হয় নি। তাই এদিন তাঁরা পাম্প বন্ধ করার দাবিতে  বিক্ষোভে সামিল হন।

স্থানীয় এক অটো চালক জানান,সকালে যাত্রী নেওয়ার পর অটো আর চালু হচ্ছিল না। অটোটি চালু না হওয়ায় যাত্রীরা নেমে পড়ে। পাইপ দিয়ে তেল চেক করতে গিয়ে দেখি জল মেশানো রয়েছে।এইভাবে একাধিক গাড়িতে চেক করলে দেখা যায় বেশিরভাগ গাড়িতেই তেলে জল মেশানো রয়েছে।এরপরেই গ্রাহকরা পাম্পের সামনে বিক্ষোভে ফেটে পড়েন।গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এলাকার বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

 

About Post Author