সময় কলকাতা ডেস্কঃ আজ চার পুরভোটের ফল ঘোষণা। শিলিগুড়ি, আসানসোল চন্দননগর ও বিধাননগর পুরসভার। আসানসোলের আসন সংখ্যা ১০৬ টি, চন্দননগরের আসন সংখ্যা ৩৩ টি, শিলিগুড়ির ৪৭ টি ও বিধাননগরের ৪১ টি আসন।চার পুরভোটের নির্বাচন ছিল গত ১২ তারিখ শনিবার। বিধাননগরের ৩১ নম্বর ওয়ার্ডে ৪৬৪৪ ভোটে জয়ী তৃণমূলের সব্যসাচী দত্ত। তিনি জেতার পর তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন সংবাদ মাধ্যমকে দেখে নিন।
More Stories
ঝালদা পুরসভার দায়িত্বে শীলা চট্টোপাধ্যায়, নির্দেশ হাই কোর্টের
পুর-উপনির্বাচনের ফলে আসানসোল সবুজ
বনগাঁ পুর-উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল