Home » ক্রমশ শক্তি হারাচ্ছে করোনা

ক্রমশ শক্তি হারাচ্ছে করোনা

সময় কলকাতা ডেস্কঃ ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ। কমছে দৈনিক সংক্রমন। বেশ কয়েকদিন ধরে নিম্নমুখি দেশের কোভিড গ্রাফ। কমছে অ্যাকটিভ কেসও।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪০৯ জন। সোমবারের তুলনায় যা প্রায় ২০ শতাংশ কম। মৃত্যু হয়েছে ৩৪৭ জনের। একদিনে করোনার থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮২,৮১৭ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭.৮২ শতাংশ।  স্বাস্থ্যমহলের মতে, এই হার বেশ সন্তোষজনক।

তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগী ৪ লক্ষ ২৩ হাজার ১২৭ জন। সোমবারের তুলনায় যা ৫৫ হাজার ৭৫৫ কম।পজিটিভিটি ক্রমশ নিম্নমুখী। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দেশের মোট ৫ লক্ষ ৯,৩৫৮ জনের। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন দেশের মোট ৪ কোটি ১৭ লক্ষ ৬০ হাজার ৪৫৮ জন। সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল-সহ মোট ৫ রাজ্য। কেরলে একদিনে আক্রান্ত ৮৯৮৯ জন। তারপর রয়েছে মিজোরাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু। দেশের দৈনিক করোনা আক্রান্তের প্রায় ৩৩ শতাংশই কেরলের বাসিন্দা।

বারবার করোনা ভাইরাসের একাধিক নয়া স্ট্রেন হানা দিয়েছে বিশ্ব জুড়ে। তার বিরুদ্ধে লড়তে জোরকদমে দেশ জুড়ে চলছে টিকাকরণ।স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ১৭৩ লক্ষের বেশি মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে। সংক্রমণ কমতে থাকায় বিভিন্ন রাজ্যে খুলে দেওয়া হয়েছে প্রাথমিক স্কুলও । বুধবার থেকে রাজ্যেও খুলে দেওয়া হবে প্রাথমিক স্কুলগুলি। তবে সব রাজ্যেই করোনা বিধি মেনেই চলবে ক্লাস।

About Post Author