Home » স্কুলছুট ছাত্রীদের জন্য ধুপগুড়িতে হাজির দুয়ারে ভ্যাকসিন

স্কুলছুট ছাত্রীদের জন্য ধুপগুড়িতে হাজির দুয়ারে ভ্যাকসিন

সময় কলকাতা ডেস্কঃ স্কুল ছুট ছাত্রীদের জন্য দুয়ারে এসেছে ভ্যাকসিনের গাড়ি । ১৫ থেকে ১৮ বছর  বয়সী স্কুল ছুট কিশোরীদের করোনা ভ্যাকসিন দিতে গ্রামে পৌঁছোলো স্বাস্থ্য দপ্তরের গাড়ি। ধূপগুড়ি ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের ১৫ থেকে ১৮ বছর বয়সী স্কুল ছুট কিশোরীদের এখনও পর্যন্ত টিকা করণ হয়নি ।

এখনো পর্যন্ত যারা ভ‍্যাকসিন নেয়নি তাদের চিহ্নিত করে তাদের বাড়ির দোরগোড়ায় ভ‍্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়ে এল ভ‍্যাকসিনের ছোট গাড়ি । ভ্যাকসিনের জন্য তাদের ঘুরে মরতে হল না বা লম্বা লাইনেও দাঁড়াতে হল না । এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভ্যাক্সিনেশন টিম সহ এলাকার আশা অঙ্গন ওয়ারীর কর্মী ও সিনিয়ার সদস‍্যারা। এদিন স্কুল ছুট কিশোরী সহ প্রাপ্তবয়স্ক মহিলারা যারা এখনো পর্যন্ত  করোনা টিকা পায়নি সেরকম ৩০ জনকে করোনা টিকা দেওয়া হয় বলেই জানিয়েছেন স্বাস্থ্য কর্মীরা । বাড়ি বসে ভ্যাকসিন পেয়ে খুশি এলাকাবাসীরা।

About Post Author