সময় কলকাতা ডেস্কঃ জোরকদমে চলছে পুর ভোটের প্রচার।এবারে প্রচারের এক অভিনব পন্থা খুঁজে নিলেন ভাটপাড়া ১ নং ওয়ার্ড এর তৃণমুল প্রাথী।নির্বাচনী বিধি লঙ্ঘন করে সরাসরি ঢুকে পড়লেন প্রাইমারি স্কুলে, করলেন ভোট প্রচার। ভাটপাড়া ১ নং ওয়ার্ড এর তৃণমুল প্রাথী দেবজ্যোতি ঘোষ।বুকে তৃণমুলের প্রতীক লাগিয়ে ভাটপাড়া নারী শিক্ষা প্রাথমিক স্কুলে স্যানিটাইজেশানের কাজে লাগলেন দেবজ্যোতি ঘোষ।
গলায় তেরংগা উত্তরিয় ঝুলিয়ে, আর বুকে জোড়া ফুলের চিহ্ন নিয়ে সাড়া স্কুল স্যানিটাইজেশান করলেন প্রধান শিক্ষক এর সামনেই।এরপরে করজোড়ে স্কুলের অভিভাবকদের কাছে ভোটের আবেদন করতে থাকেন।
তবে এই প্রসঙ্গে দেবজ্যোতি ঘোষ জানান, ‘মানবিকতার খাতিরে আমি স্কুলে স্যানিটাইজ করতে চলে এসেছি, সিম্বলটা খুলতে ভুলে গেছি। এটা ভুল হয়ে গেছে।’
More Stories
উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রয়াত দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস
উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজভবনে বিশেষ বৈঠক মুখ্যমন্ত্রীর