Home » শীতের বিদায় লগ্ন কবে? কি বলছ্বে হাওয়া অফিস?

শীতের বিদায় লগ্ন কবে? কি বলছ্বে হাওয়া অফিস?

সময় কলকাতা ডেস্কঃ এবার শীতের বিদায় নেওয়ার পালা।বসন্তের উপস্থিতি টের পাচ্ছে বঙ্গবাসীি।এখন হালকা শীতের আমেজ রাজ্যে। আস্তে আস্তে বৃদ্ধি পেতে চলেছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনের তাপমাত্রার তেমন কোন পরিবর্তন না হলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। সকালের দিকে হালকা কুয়াশা  দেখা দিতে পারে।তবে রোদ ঝলমলে থাকবে আজকের আকাশ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩° সেলসিয়াসের মধ্যে থাকবে।

আজ শুকনো থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া। রৌদ্রজ্বল থাকবে আকাশ। তবে বুধবার বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে শুধুমাত্র দার্জিলিং জেলায়। আগামী কাল পর্যন্ত রাতের তাপমাত্রায় কোনো পরিবর্তন না হলেও বুধবারের পর থেকে বাড়বে তাপমাত্রা।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শুকনো আবহাওয়া থাকবে। আকাশও থাকবে রৌদ্রজ্বল।আপাতত আবহাওয়া পরিবর্তনের কোন সম্ভাবনা নেই। অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা। বুধবারের পর থেকে তিনদিন বাড়তে পারে তাপমাত্রা। হালকা কুয়াশা থাকতে পারে বেশ কিছু এলাকায়।

আজকের মত আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬° সেলসিয়াস। সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। বুধবারের পর থেকে ধীরে ধীরে চড়তে থাকবে তাপমাত্রার পারদ।

About Post Author